HRTD Medical Institute

C Grade Pharmacy Technician Exam

C Grade Pharmacy Technician Exam

C Grade Pharmacy Technician Exam. Hotline 01969947171. Most Important Questions are Anatomy Question, Physiology Question, Pharmacology Question, Microbiology Question, Hematology Question, Drug Rules and Regulation Question, etc.

Anatomy & Physiology Question for C Grade Pharmacy Technician Exam

১.অ্যালভিওলাস কোথায় থাকে?

উত্তরঃ অ্যালভিওলাস ফুসফুসে থাকে

২.মানবদেহে মোট কয়টি তন্র আছে?

উত্তরঃ ৯টি

৩. নিচের কোনটি মানব কোষের অংশ নয়?

উত্তরঃ Cell Wall

৪.অণুচক্রিকার গড় আয়ু কতদিন?

উত্তরঃ ৮-১০ দিন

৫.মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত?

উত্তরঃ ২০৬ টি

৬.শরীরে অক্সিজেন সরবরাহের কাজ করে কোন তন্ত্র?

উত্তরঃ শ্বসনতন্ত্র

৭.শ্বসনতন্ত্রের অংশ কোনটি?

উত্তরঃ ব্রঙ্কাস

৮. শরীরের ভার বহন করে কোন তন্ত্র?

উত্তরঃ পেশি ও কংকাল তন্ত্র

৯. স্নায়ুতন্ত্রের কাজ কি?

উত্তরঃ স্মৃতি সংরক্ষণ ও ভারসাম্য রক্ষা

১০. কোন তন্ত্র শরীর থেকে বর্জ্যপদার্থ বের করে দেয়?

উত্তরঃ রেচনতন্ত্র

১১. অঙ্গ ও সহযোগী কলা মিলে কি তৈরি হয়?

উত্তরঃ তন্ত্র

১২. রেচনতন্ত্র গঠিত হয় কি কি অঙ্গ নিয়ে?

উত্তরঃ কিডনি, মুত্তথলি ও মূত্রনালি

১৩.দেহ গঠন ও কার্যকারিতার একককে কি বলে?

উত্তরঃ কোষ

১৪.কোষের বহিঃস্থ আবরণকে রক্ষা করে কোন কোষ?

উত্তরঃ কোষ আবরণী

১৫. কলা কত প্রকার?

উত্তরঃ ৪

১৬. দেহের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?

উত্তরঃ নিউক্লিয়াস

১৭.কোন ধরনের কলা দেহের বিভিন্ন অঙ্গের সাথে বা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে?

উত্তরঃ সংযোজক

১৮. রক্ত কণিকা সমূহের মধ্যে কোনটির আধিক্য বেশি?

উত্তরঃলোহিত কনা

১৯. নিম্নের কোনটি রেচনতন্ত্রের অন্তর্গত?

উত্তরঃ বৃক্ক

২০.(পশীতন্ত্র কয় ধরনের পেশীকলার সম্বন্বয়ে গঠিত?

উত্তরঃ ৩

২১. এন্ড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

উত্তরঃহরমোন

২২. ফুসফুস হতে ০২ যুক্ত রক্ত হৃৎপিন্ডে নিয়ে আসে কোনটি?

উত্তরঃ ধমনী

২৩.শারীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মেচিত করেন।

উত্তরঃ গ্যালেন

২৪. রক্ত কণিকা তৈরি করেন।

উত্তরঃ লোহ, খাদ্য উপাদান

২৫. ধমনীর রক্তের pH কত?

উত্তরঃ ৭.৪

২৬.রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি?

উত্তরঃ হিমোফিলিয়া

২৭. মস্তিষ্ক কোন তন্ত্রের অন্তর্ভুক্ত?

উত্তরঃ স্নায়ুতন্ত্রের

২৮. যে সকল গ্রন্থিহতে হরমোন নিঃসৃত হয় তাদেরকে বলা হয়?

উত্তরঃঅন্তঃক্ষরাগ্রন্থি

২৯.এ্যালভিওনাই কোন তন্ত্রে পাওয়া যায়?

উত্তরঃ শ্বসন তন্ত্র

৩০. কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?

উত্তরঃ ডিম্বাশয়

৩১. খাদ্যের উপাদান কয়টি?

উত্তরঃ ৬

Pharmacology Question for C Grade Pharmacy Technician Exam

১)OTC হিসাবে সবচাইতে বেশি ব্যবহার হয় কোন ভিটামিন?

উঃ ই

২)রাতকানা রোগ প্রতিরোধে কোন ভিটামিন ক্যাপসুল দেওয়া হয়?

উঃ এ

৩)চোখের প্যাড নামে পরিচিত ড্রেসিং কোনটি?

উঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং ১৬

৪)সাপোজিটরি হিসেবে প্যারাসিটামল এর মাত্রা কত?

উঃ ১২৫ মি.গ্রা

৫)লোশন কোন ধরনের ডোজেস ফর্ম?

উঃইমালশন

৬)ড্রাই সিরাপ পরিবেশন হয় –

উঃ সলিড পাউডার

৭)তেল জাতীয় পদার্থ পরিবেশন করা হয় –

উঃ ইমালসন

৮)কোনটি নরমাল স্যালাইন?

উঃ ০.৯ Nacl সলুউশন

৯)ইনজেকশনের পরিমাণ কত মি.লি এর বেশি হলে তাকে ইনফিউশন বলে?

উঃ ১৫ মি.লি

১০)অধঃত্বকের ইনজেকশনের মাধ্যমে কোন ধরনের ওষুধ প্রয়োগ করা যায় না?

উঃ ইনফিউশন

১১)এন্টিবায়োটিক জাতীয় ওষুধ সাধারণত কিভাবে খেতে হয়?

উঃ খালি পেটে, খাবার আধা ঘণ্টা আগে, খাবার আধা ঘণ্টা পরে

১২)বেশি আয়তনের ইনজেকশন সাধারণত কোথায় বেশি দেওয়া হয়?

উঃ শিরা

১৩)নাইট্রোগ্লিসারিন কোন পথে শরীরে গ্রহণ করা হয়?

উঃ মুখ গহ্বর বা জিহ্বার নিচে

১৪)বর্তমানে ইনহেলারে কি ধরনের গ্যাস ব্যবহৃত হয়?

উঃ O2

১৫)বয়স্কদের ক্ষেত্রে মাংসপেশির ইনজেকশন কত মি.লি পর্যন্ত গয়ে থাকে?

উঃ ৩ মি.লি

১৬)বিষ আমদানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের কথা কত ধারায় বর্ণিত?

উঃ ৪

১৭)আামাদের সবার শরীরে কুষ্ঠ রোগের জীবাণু থাকলেও শুধুমাত্র ——-মানুষ এ রোগে আক্রান্ত হয়.

উঃ ২ শতাংশ

১৮)সাপোজিটরি দাঁড়িয়ে প্রয়োগ করার সময় দুই পা কত ডিগ্রি কোণে বাঁকাতে হবে?

উঃ ৯০ ডিগ্রি

১৯)ইনজেকশন সাধারণত কতটি উপায়ে প্রয়োগ করা যায়?

উঃ ৬ টি

২০)সাধারণ ঠান্ডা লাগা কোন ভাইরাসের মাধ্যমে হয়?

উঃ প্যারা মাইক্রো ভাইরাস

২১)ভিটামিন বি -৩ কোনটি?

উঃ থায়ামিন

২২)ম্যাক্রোলিডস গ্রুপের এন্টিবায়োটিক কোনটি?

উঃ রিফামপিসিন

২৩)হামের টিকা কখন দিতে হয়?

উঃ ১০ মাস বয়সে

২৪)নিচের কোনটি হরমোনাল কন্ট্রাসেপটিভ?

উঃ কম্বাইন্ড পিল, মিনি পিল, নরপ্ল্যান্ট

২৫)একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে?

উঃ ৪২ কেজি

২৬)মহিলাদের জন্য টিটিনাস টিকাদান কয়টি ডোজে দিতে হয়?

উঃ ৫ টি

২৭)রোগী বা গ্রাহকগন সরাসরি কোন ঔষধ গুলো ক্রয় করতে পারে?

উঃ OTC

২৮)নিচের কোন ড্রাগটি OTC নয়?

উঃ লেভোনেরজেস্ট্রিল

২৯)শরীরে স্হানীয় ভাবে কোন ধরনের ডোজেস ফর্ম ব্যবহার করা হয়?

উঃ মলম

৩০)পাইলস চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয় না?

উঃ এন্টিএমিটিক

৩১)গনোরিয়ায় নিচের কোনটি ব্যবহৃত হয়?

উঃ এরিথ্রোমাইসিন

৩২)স্বল্পকার্য কর ইনসুলিন নিচের কোনটি?

উঃ রেগুলার ইনসুলিন

৩৩)নিচের কোনটি স্বল্পকার্যকারীর স্টেরয়েড?

উঃ হাইড্রোকটিস

৩৪)একমি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নিচের কোনটি?

উঃ ক্লিনডামাইসিন

৩৫)স্কাবিস রোগে কোনটি ব্যবহৃত হয়?

উঃ ক্রোটামিটন

৩৬)পাতলা পায়খানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় না নিচের কোনটি?

উঃ এন্টিএমিটিক

৩৭)বমি বন্ধে নিচের কোনটি ব্যবহৃত হয় না?

উঃ জিংক

৩৮)নিচের কোনটি প্রোটন পাম্প ইনহিবিটর?

উঃপ্যানটোপ্রাজল

৩৯)নিচের কোনটি এইচ টু ব্লকার?

উঃ রেনিটিডিন

৪০)নিচের কোনটি এ্যানেসথেসিয়ায় ব্যবহৃত হয়?

উঃ প্রোকেইন

৪১)নিচের কোনটি এন্টিপারকিনসোনিয়ান ওষুধ?

উঃ প্রোসাইক্লিডিন

৪২)লোকাল এ্যানেসথেটিক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়?

উঃ প্রোকেইন

৪৩)মাথাব্যথা রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনটি?

উঃপিজোটিফেন

৪৪)নিচের কোনটি ব্যথানাশক ওষুধ?

উঃ মিথাডোন

৪৫)বিষ্ণতা রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?

উঃফেনেপজিন

৪৬)নিচের কোন ওষুধটি অনিদ্রা ও টেনশন দূরীকরণে ব্যবহৃত হয়?

উঃমিডাজোলাম

৪৭)খিচুনি রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?

উঃফেনিটোয়িন

৪৮)নিচের কোন ওষুধটি সিডেটিভ হিপনোটিক হিসেবে ব্যবহৃত হয় না?

উঃগাবাপেন্টিন

৪৯)স্নায়ুতন্ত্রের অসুখে ব্যবহৃত হয় নিচের কোনটি?

উঃমিডাজোলাম

৫০)কফ পাতলা হতে সাহায্য করে নিচের কোনটি?

উঃমিথাইল সিস্টিন

৫১)হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন হলে কোন ঔষধটি ব্যবহার হয়?

উঃকুইনিডিন

৫২)Intravenous পদ্ধতিতে ওষুধ কোন স্হানে প্রয়োগ করা হয়?

উঃসরাসরি শিরায়

৫৩)সাধারণত কোন সময় চোখে মলম ব্যবহার করা উত্তম?

উঃরাতে ঘুমানোর আগে

৫৪) ইনহেলার নেওয়ার পর কিছু সময় শ্বাস বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়?

উঃ ওষুধ ভালভাবে ফুসফুসে ছড়াতে পারে

৫৫)ট্যাবলেট,পিলেট,পাউডার,গ্রানিউলস ইত্যাদি হলো-

উঃসলিড ডোজেজ ফর্ম

৫৬)কোনটি সাধারণ এলার্জির উদাহরণ?

উঃ ঘুম

৬৭)মলদ্বার দিয়ে ওষুধ দেওয়ার ক্ষেত্রে ব্যবস্হাপত্রের মধ্যে কি সংকেত ব্যবহার করা হয়?

উঃ P.R

৫৮)ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে কয়টি রোগের টিকা দেওয়া হয়?

উঃ ৬টি

৫৯)এন্টি ডায়াবেটিক রোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

উঃ মেটফরমিন

৬০)Pregnancy catagory গুলো কি কি?

উঃ A, B, C, D, X

৬১)জন্মবিরতিকরণ ইনজেকশনর অসুবিধা কোনটি?

উঃ অনিয়ম মাসিক

৬২)জন্মবিরতিকরণ ইনজেকশন মাসিক শুরুর কত দিনের মধ্যে নিতে হয়?

উঃ ৫ দিন

৬৩)নরপ্ল্যান্ট ব্যবহারে কত বছর পর্যন্ত জন্মবিরতিকরণ সম্ভব?

উঃ ৫ বছর

৬৪)২৮ টি পিলের প্রথম পিলটি কবে খেতে হবে?

উঃ মাসিক শুরুর ১ম দিন

৬৫)জন্মবিরতিকরণ পদ্ধতির মাঝে সবচেয়ে সহজ কোনটি?

উঃ কনডম

৬৬)নিচের কোনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাকোপিয়া নয়?

উঃ IP

৬৭)INN হিসেবে চিহ্নিত ওষুধে ক্ষেত্রে কোনটি সত্য?

উঃ উপাদানের কার্যকারিতা নির্দিষ্ট নয়, পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবহার নির্দিষ্ট নয়

৬৮)অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করে?

উঃ পেশাদারী

৬৯)কোনটি আন্তর্জাতিক স্বীকৃত ফার্মাকোপিয়া?

উঃ Brithish Pharmacopoeia

৭০)রিউমাটয়েড আর্থ্রাইটিসের নিচের কোনটি ব্যবহৃত হয়?

উঃ এজাথিওপ্রিন

Microbiology Question for C Grade Pharmacy Technician Exam

Hematology Question for C Grade Pharmacy Technician Exam

১)আধুনিক চিকিৎসা পদ্ধতি নামে কোনটি পরিচিত?

উঃ এলোপ্যাথি

২)হোমিওপ্যাথি চিকিৎসার ধারণা দেন কে?

উঃ ডাঃ হ্যানিম্যান

৩)ভারতবর্ষে নিচের কোন চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি?

উঃ আয়ুর্বেদীয় ওষুধ

৪)ইউনানী চিকিৎসা শাস্ত্রের জনক কে?

উঃ ইবনে সিনা

৫)ভারতবর্ষের প্রথম ওষুধ কারখানা কে প্রতিষ্ঠা করেন?

উঃ আচার্য প্রফুল্ল চন্দ রায়

৬)নিচের কোনটি লোকজ চিকিৎসার অন্তর্ভুক্ত?

উঃ মঘা

৭)মঘা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত ওষুধের উৎস নয় কোনটি?

উঃ প্রাণীজ

৮)ইউনানী চিকিৎসা ব্যবস্হার প্রচলন কোন আমল থেকে শুরু হয়?

উঃ মোঘল আমল

৯)বায়োকেমিক ওষুধের উৎপত্তি কোথায়?

উঃজার্মানি

১০)কোন পদ্ধতির চিকিৎসা ব্যবস্হায় গাছের নির্যাস অ্যালকোহল মিশিয়ে লঘু বা পাতলা করা হয়?

উঃ হোমিওপ্যাথি

১১)সুঁই ফোটানো হয় কোন চিকিৎসা পদ্ধতিতে?

উঃ আকুপাংচার

১২)আকুপ্রেসার পদ্ধতিতে শরীরে –

উঃ চাপ দেয়া হয়

১৩)এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্হার প্রচলন ঘটে কোন আমলে?

উঃ ইংরেজ আমলে

১৪)রোগীর জীবন প্রানালী,খাদ্যাভাস,মনের সতেজতা ইত্যাদির পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা দেয়া হয় কোন পদ্ধতিতে?

উঃ ন্যাচারোপ্যাথি

১৫)গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতিতে ছোট কৃমির আক্রমণ থেকে পরিত্রাণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

উঃ কচি আনারস পাতার রস

১৬)হোমিওপ্যাথির জন্য গৃহীত স্নাতক ডিগ্রির নাম কি?

উঃ বি এইচট এম এস

১৭)কোন বইটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বই?

উঃ শুশ্রূত সংহিত

১৮)এলোপ্যাথি ডাক্তার সাধারণত কোন ধরনের ওষুধ দেন?

উঃট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ

১৯)চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যে বস্তু গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে কি বলে?

উঃ ড্রাগ

২০)নিচের কোন বিজ্ঞানীকে ‘ ফাদার অব মেডিসিন ‘ নামে অভিহিত করা হয়?

উঃ হিপোক্রেটিস

২১)De Metaria Medica বইটি কে লিখেছেন?

উঃ ডিওসকোরাইডিস

২২)ইউনানি চিকিৎসার জন্মস্থান কোথায়?

উঃ গ্রীক

২৩)ইউনিসেফ মূলত কাদেরকে নিয়ে কাজ করে?

উঃ শিশু

২৪)আয়ুর্বেদ ধারায় চিকিৎসকের কি নামে পরিচিত?

উঃ কবিরাজ / বৈদ্য

২৫)জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি?

উঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

২৬)আয়ুবেদীয় ওষুধের উৎপত্তি কোথায়?

উঃ ভারতবর্ষ

২৭)বাংলাদেশে কতটি মেডিকেল কলেজ লোকজ চিকিৎসা বিষয়ে শিক্ষা দান করা হয়?

উঃ ১৩ টি

২৮)”সুগার কোটেড” বটিকা কে প্রচলন করেন?

উঃ ইবনে সিনা

২৯)নিচের কোনটি উচ্চ রক্তচাপে ব্যবহৃত হয়?

উঃ টিমোনল

৩০)আল-কেমি বলা হতো কোন বিষয়কে?

উঃ রসায়ন

৩১)”পেনাটি সাঙ্ক” কোন দেশীয় ওষুধ বিষয়ক বই?

উঃ চীন

৩২)কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন?

উঃ ইউরোপ

৩৩)ডিওসকোরইডিস লিখিত বইয়ের নাম কি?

উঃ দ্য মেটোরিয়া মেডিকা

৩৪)পেশাজীবি হিসেবে ডাক্তারের কাজ নয় কোনটি?

উঃ ওষুধ বিতরণ

৩৫)রোগী ও তার পরিবারের তথ্য সমূহ সম্পর্কিত কোনটি?

উঃ গোপনীয়তা বজায় রাখা

৩৬)পাকিস্তান সরকার প্রদত্ত বিষ আইনের কতটি ধারা হয়েছে?

উঃ ২৫ টি

৩৭)অবৈধ পথে আমদানিকৃত বিষের জন্য শাস্তি ও জরিমানা বিধান বিষ আইনের কত ধারায় বলা হয়েছে?

উঃ ৫ম

৩৮)ধুমপানের জন্য আফিমকে নিষিদ্ধ করা হয়েছে বিপদজনক ওষুধ আইনের কোন অংশে?

উঃ চতুর্থ

৩৯)আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?

উঃ রাষ্ট্র

৪০)গ্রীষ্মকালীন জীবাণু বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করেন কোন সংস্থা?

উঃ WB

৪১)হ্যানিমাল কোন শতকে হোমিওপ্যাথি ধারণা দেন?

উঃ অষ্টাদশ

Drug Rules and Regulation Question for C Grade Pharmacy Technician Exam

১)কোন কাজের মাধ্যমে ফার্মাসিস্টের পেশার সুনাম নষ্ট হয়?

উঃ ওষুধ সংরক্ষণ

২)ওষুধের সুস্থিতির৷ অভাবে কি কি সমস্যা হয়?

উঃ বিষক্রিয়া বেড়ে যায়

৩)ফার্মাসিস্টের সাফল্য কোন বিষয়ের উপর নির্ভরশীল?

উঃ কার্যকরভাবে ওষুধ প্রস্তুত, ওষুধ সঠিকভাবে সংরক্ষণ

৪)কোনটি সেমিসলিড ডোজেজ ফর্ম

উঃ পেসারিজ

৫)কোন কাজের দরুন ফার্মাসিস্টের প্রতি মানুষের আস্থা কমে যায়?

উঃঅসদাচরণ করলে

৬)ফার্মাসিস্টের নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি?

উঃ ব্যবস্থাপত্র প্রদান

৭)কোনটি সলিড ডোজেস ফর্ম?

উঃ পিলেট

৮)ওষুধ নষ্ট হয় কিভাবে?

উঃ জীবাণুর সংক্রমণে

৯)কোন ধরনের ডোজেস ফর্মে অ্যালকোহল মিশানো হয়?

উঃ এলিক্রির

১০)সাধারণত সিরাপ এর সংরক্ষণ তাপমাত্রা কত?

উঃ৩০°C এর নিচে

১১)ভ্যাকসিন কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়?

উঃ ২-৮°C

১২)ফার্মাসিস্টকে কোন বিষয় গুলো থেকে দূরে থাকা উচিত?

উঃ ওষুধের মূল্য বৃদ্ধি থেকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় থেকে

১৩)কোন ধরনের ওষুধ অত্যন্ত বিশুদ্ধ মাত্তায় দ্রবণ?

উঃ স্যালাইন

১৪)বাসায় জমে যাওয়া তরল ওষুধ কিভাবে নষ্ট করা উচিত?

উঃ মাটিতে গর্ত করে ওষুধ চাপা দিতে হবে

১৫)নিরাপদ ওষুধ ব্যবহার কয়টি বিষয়ের উপর নির্ভরশীল?

উঃ ৫ টি বিষয়

১৬)কোন নীতিমালা ফার্মাসিস্টকে মেনে চলতে হবে?

উঃ নিরাপত্তা নিশ্চয়তা, দক্ষ সেবা প্রদান

১৭)ওষুধের মোড়কের গায়ে কোন বিষয়টি অবশ্যই উল্লেখ থাকতে হবে?

উঃ Mfg.date,Exp.date,Batch no

১৮)শরীরের স্থানীয়ভাবে কোন ধরনের ডোজেস ফর্ম ব্যবহার করা হয়?

উঃ মলম

১৯)নিচের কোনটি সেমিসলিড ডোজেস ফর্ম?

উঃ সাপোজিটরি

২০)ফার্মেসী অধ্যাদেশ ১৯৭৬ অনুসারে ফার্মেসী কাউন্সিল পরিচালনার জন্য পদাধিকার বলে সভাপতি করেন কে?

উঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব

২১)ভারতবর্ষের প্রথম ওষুধ কারখানা কে প্রতিষ্ঠা করেন?

উঃ আচার্য প্রফুল্ল চন্দ রায়

২২)কতজন সদস্য নিয়ে ফার্মেসী কাউন্সিল পরিচালিত হয়?

উঃ ১৪ জন

২৩)ফার্মেসী কাউন্সিলের মেয়াদকাল কত বছর?

উঃ ৩ বছর

২৫)ড্রাগ লাইসেন্স আবেদনের জন্য কয়টি প্রয়োজনীয় কাগজপত্রের ডকুমেন্ট জমা দিতে হবে?

উঃ ৮

২৬)কমিউনিটি ফার্মেসী ব্যবস্হাপনার গুরুদায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে কি নামে অভিহিত করা হয়?

উঃ ব্যবস্হাপক

২৭)সমাজে কমিউনিটি ফার্মেসী প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টি?

উঃ ৪ টি

২৮)নতুন কমিউনিটি ফার্মেসী প্রতিষ্ঠার ক্ষেত্রে স্হান নিবারণের জন্য নিচের কোন দিকটি মূল্যায়ন করা হবে?

উঃ সেই এলাকার চেয়ারম্যান

২৯)মেডিকেশন এরর কে কয়টি ভাগে ভাগ করা হয়?

উঃ ৮ টি

৩০)ব্যবস্হাপত্রের সর্বশেষ অংশ কোনটি?

উঃচিকিৎসকের নাম ও স্বাক্ষর

৩১)সরকারি হাসপাতাল বা স্বাস্হ্যকেন্দ্র থেকে ওষুধ চুরির শাস্তি কি?

উঃ ১০ বছর জেল, ২ লাখ টাকা জরিমানা

৩২)একজন ফার্মাসিস্টের দায়িত্ব অবশ্যই –

উঃ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা

৩৩)নিচের কোনটি দ্বিপাক্ষীক সংস্থা?

উঃ USAID, WHO

৩৪)অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট ছিলেন –

উঃ গ্যালেন

৩৫)ওষুধ আইন সর্বপ্রথম কত সালে প্রণয়ন করা হয়?

উঃ ১৯৪০

৩৬)বিপদ জনক ওষুধের প্রেসক্রিপশন শুধুমাত্র দিতে পারে –

উঃ রেজিস্ট্রার চিকিৎসক

৩৭)বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এর কেন্দ্রীয় পরিষদ গঠিত হয়-

উঃ ৩ বছর

৩৮)বাংলাদেশে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন হয় –

উঃ ১৯৮২

৩৯)ওষুধ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দায়িত্ব প্রাপ্ত কে?

উঃওষুধ আদালত

৪০)ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া ওষুধের বিঙ্ঞাপন প্রকাশের শাস্তি কি?

উঃ ৩ বছরে পর্যন্ত জেল ও ২ লাখ টাকা জরিমানা

৪১)ফার্মেসী ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোন স্থানে রাখতে হয় –

উঃ সহজে দৃষ্টি গোচর হয় এরূপ স্থানে রাখতে হবে

৪২)মডেল ফার্মেসী স্থানী ভাবে বন্ধ করতে হলে কত দিনের মধ্যে ওষুধ প্রশাসনকে জানাতে হবে?

উঃ ৩০ দিন

৪৩)’এ’ ও ‘বি’ গ্রেড ফার্মাসিস্টদের কত ঘন্টার মডেল মেডিসিন স্থাপন ও পরিচালনার প্রশিক্ষন নিতে হবে?

উঃ ৩০ ঘন্টা

৪৪)’সি’ গ্রেড ফার্মাসিস্টদের কত ঘন্টার মডেল মেডিসিন স্থাপন ও পরিচালনার প্রশিক্ষন নিতে হয়?

উঃ ৮০ ঘন্টা

৪৫)Narcotics control act (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন) প্রণয়ন হয় –

উঃ ১৯৯০

৪৬.The mobile court act-

উঃ 2009

৪৭.The Dangerous Drug Act of Rules-

উঃ১৯৩০, ১৯৫১

৪৮.

First Aid Question for C Grade Pharmacy Technician Exam

১) কাটাস্থানে রক্তপাত কমে এলে পরবর্তীতে কি করতে হয়?

উঃ ব্যান্ডেজ

২)কেটে গভীর ক্ষত তৈরি হলে কি ব্যবহার করা যাবে না?

উঃ স্যাবলন

৩) তৃতীয় মাত্রার পোড়ার বৈশিষ্ট্য কি?

উঃ ত্বক সহ পেশী ও অস্থি পর্যন্ত যেতে পারে

৪) তৃতীয় মাত্রার পোড়ার চিকিৎসায় কি করা যাবে না?

উঃ পোড়ার ক্ষতে কাপড় লেগে থাকলে তা সরানো যাবে না

৫) হাড় ভেঙ্গে গেলে প্রাথমিক চিকিৎসার সময় কি করা উচিত হবে না?

উঃ ভাঙ্গা হাড় টানাটানি করা যাবে না

৬)বিষধর সাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

উঃ কামড়ানো স্থানে ২ টি দাঁতের দাগ থাকে

৭) সাপের কামড়ালে ক্ষতস্থানের কোথায় দড়ি বা কাপড় দিয়ে বাঁধতে হয়?

উঃ ক্ষতস্থানের উপরে

৮)জলাতঙ্ক রোগ ছড়াতে পারে এমন কুকুর বা শিয়ালের বৈশিষ্ট্য কি?

উঃ মুখ দিয়ে অনবরত লালা ঝরে

৯)আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাথমিক চিকিৎসার প্রতীক কি?

উঃ সবুজ পটভূমিকায় সাদা যোগ চিহ্ন

১০)নিচের কোনটি সার্জিক্যাল ড্রেসিং এর অংশ?

উঃ তুলা

১১)বিদ্যুৎ তাড়িত ব্যক্তির মৃত হয় কিভাবে?

উঃ হৃদযন্র বিকল হয়ে

১২)ওষুধ বিহীন গজের উদাহরণ কোনটি?

উঃ সেলুলোজ টিস্যু

১৩)উপযুক্ত ব্যান্ডেজ কোনটি?

উঃ ফ্রানেল ব্যান্ডেজ, ত্রুেপ ব্যান্ডেজ

১৪)প্লাস্টার হলো এক প্রকার –

উঃ আঠাযুক্ত তুলার ফ্রেবিক

১৫)প্লাস্টার অব প্যারিসে ক্যালসিয়াম সালফেটের পরিমাণ –

উঃ ৮০%

১৬)স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ২ কি নামে পরিচিত?

উঃ ফার্মেন্টেশন ড্রেসিং

১৭)ক্ষত ড্রেসিং এর জন্য ব্যবহৃত হয়?

উঃ পভিডোন আয়োডিন

১৮)প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে ভাগ করা যায়?

উঃ ৩ ভাগে

১৯) লিন্ট ফিঙ্গার ড্রেসিং বা আঙ্গুলের ব্যান্ডেজ হিসেবে ব্যবহৃত হয় কয় ধরনের স্ট্যান্ডার্ড ড্রেসিং?

উঃ ৭ ধরনের

২০)পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পোড়া কত প্রকার?

উঃ ৩ প্রকার

২১)পোড়া জায়গায় কি কি লাগানো যাবে না?

উঃ চর্বি, চিনি বা রান্নার তেল

২২)আঠাযুক্ত তুলার ফেব্রিক্স কোনটি?

উঃ প্লাস্টার

২৩)ব্যান্ডেজ হলো –

উঃ তুলা বা এর সাথে উলের সংমিশ্রণে তৈরি বিশেষ কাপড়

২৪)উপাদান প্রস্তুত প্রনালী ও ব্যবহারের উপর ভিত্তি করে সার্জিক্যাল ড্রেসিং সমূহকে কত ভাগে ভাগ করা যায়?

উঃ ৫ ভাগে

২৫)আয়োডোফর্ম প্যাকেজে আয়োডোফর্মের পরিমাণ কত?

উঃ ৪-৬%

HRTD Medical Institute

Check Also

COPD/Chronic Obstructive Pulmonary Disease

COPD Details COPD. Mobile Phone Number 01797522136, 01987073965. COPD stands for Chronic Obstructive Pulmonary Disease. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *