HRTD Medical Institute

First Aid-2

First Aid-2 Details

First Aid-2. HRTD Medical Institute. Mobile 01797-522136, 01987-073965. First Aid-2 Discusses the first aid of Drowning, First Aid of Electric Shock, Classification of the wound, First Aid Open Wound, First Aid of closed wound, First Aid Box, Components of First Aid Box, Chemicals of First Aid Box, Classification of Fracture, First Aid of Fracture, Causes of Hypovolemic Shock, Causes of Cardiogenic Shock, Clinical feature of Neurogenic Shock, Psychogenic Shock, etc.

First Aid

There are some first-aid courses at HRTD Medical Institute, Actually, First Aid is a Subject for the course of Primary Treatment. The courses are the LMAF Course, RMP Course, Paramedical Course, DMA Course, DMS Course, etc.

1. What are the first aid of drowning

First aid of drowning

  • পানি থেকে উঠাতে হবে
  • শুকনো স্থানে রাখতে হবে
  • Lungs থেকে পানি বের করতে হবে
  • মুখমন্ডল, মুখ গহ্বর ও শ্বাসপথ পরিষ্কার করতে হবে
  • Vital sign গুলি দেখতে হবে
  • শ্বাস না নেওয়া পর্য়ন্ত CPR প্রধান করতে হবে
  • শুকনো কাপড় পরিধান করতে হবে
  • Recovery position এ রাখতে হবে
  • কম্বল দিয়ে ঢেকে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে
  • হাসপাতালে পাঠাতে হবে

2.Lungs থেকে পানি বের করার পর পর তিনটি কৌশল আলোচনা করা হল

  • আক্তান্ত ব্যক্তিকে উপর করে শুইয়ে পেটের নিচে ধরে উপরে উঠাতে হবে। এতে রোগীর শরীর ধনুকের মত অবস্থান হবে এবং lungs ও stomach থেকে পানি বের হয়ে আসবে
  • আক্তান্ত ব্যক্তিকে উপর করে শুইয়ে পেটের নিচে শক্ত কিছু রেখে পিঠের উপর চাপ দিতে হবে
  • আক্তান্ত ব্যক্তিকে উপর করে শুইয়ে পা দুটি উপরের দিকে তুলতে হবে ।কখনোই পিঠের উপর শোয়ানো যাবে না

3.Electric shock কাকে বলে? Electric shock এর first aid আলোচনা করা হল

দেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে আহত অবস্থার সৃষ্টি হয় তাকে Electric shock বলে ।

First aid of electric shock

  • বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে ( Main switch বা Sub switch )
  • বিদ্যুৎ সংযোগ বন্ধ করা না হলে শুকনো কাঠ বা অন্য কোন বিদ্যুৎ অপরিবাহী বস্তর সাহায্যে আক্রান্ত ব্যক্তিকে পৃথক করতে হবেে
  • উপযুক্ত পরিবেশে নিতে হবে
  • শক্ত স্থানে বালিশ ছাড়া শোয়াতে হবে
  • শরীরের কাপড় ঢিলেঢালা করতে হবে
  • Vital sign গুলি দেখতে হবে
  • Shock থাকলে তার ব্যবস্থা করতে হবে
  • পুড়ে গেলে তার ব্যবস্থা করতে হবে
  • প্রয়োজন হলে CPR প্রধান করতে হবে
  • রোগীকে হাসপাতালে পাঠাতে হবে

4.Wound কি? Wound এর classification কর ।

আঘাত জনিত কারনে ( due to trauma or injury ) জীবন্ত tissue এর ধারাবাহিকতা ব্যহত হলে তাকে ক্ষত বা wound বলে ।

Classification

a) Closed wound (আবদ্ধ ক্ষত )

  • Bruise: ত্বক ক্ষতিগ্রস্ত এবং ত্বকের নিচে অন্তকোষীয় স্থানে রক্তক্ষরন হয় । এতে ত্বকের বর্ণ পরিবর্তন হয় ।
  • Haematoma : Tissue তে রক্তক্ষরন হয়ে জমে যায় ( localized collection of blood )

b) Open wound ( উন্মুক্ত ক্ষত )

  • Abrasion ( ঘর্ষন জনিত ক্ষত )
  • Laceration ( কেটে যাওয়া )
  • Penetration ( কোন বস্তর ভিতর প্রবেশ করলে )
  • Crush injury ( থেতলানো -চাপ জনিত আঘাতের ফলে সৃষ্ট ক্ষত )

5. Closed wound and Open wound First Aid উল্লেখ করা হল

First aid of Closed wound

  • আক্রান্ত স্থানটি উন্মুক্ত করে দেখে ক্ষতস্থান পর্যবেক্ষন করতে হবে
  • পরিস্কার ঠান্ডা পানি দ্বারা পরিস্কার করতে হবে
  • বরফের ঠান্ডা পট্টি দিতে হবে
  • Shock বা fracture থাকলে তার ব্যবস্থাপনা করতে হবে
  • হাসপাতালে পাঠাতে হবে

First Aid of open wound :

  • আক্রান্ত স্থানটি উন্মুক্ত করে ক্ষত্রস্থান পর্যবেক্ষন করতে হবে
  • নরমাল স্যালাইন বা পরিস্কার পানি দ্বারা ধুয়ে পরিস্কার করতে হবে
  • Povidone iodine দ্বারা দিতে হবে
  • রক্ত ক্ষরন বা শক থাকলে সেইগুলির ব্যবস্থা করতে হবে।
  • Sterile গজ বা bandage দ্বারা ক্ষতস্থান ঢাকতে হবে।
  • হাসপাতালে পাঠাতে হবে।

6.First Aid Box কি? First Aid Box এর উপকরন সমূহ কি কি?

যে box এ প্রাথমিক পরিচর্যার জন্য প্রয়োজনীয় উপকরন থাকে তাকে first aid Box বলে।

First Aid Box এর উপকরনসমূহ

– একটি First Aid এর বই

  • Clinical thermometer
  • Stethoscope
  • Sphygmomanometer
  • Disposable syringe
  • সাধারন Forceps
  • Artery Forceps
  • Surgical knife
  • Scissor (কাঁচি)
  • Surgical gloves
  • Ambo bag
  • Torchlight

-ক্ষতস্থান ঢাকার সরঞ্জাম

  • জীবানুমুক্ত ঔষধবিহীন ড্রেসিং
  • Absorbent cotton (শোষনক্ষম তুলা)
  • বিভিন্ন ধরনের bandage
  • Eye protectant
  • আঠালো টেপ (মাইক্রোপোর নামে পাওয়া যায়)

-Chemicals

  • Normal salaine
  • Antidots
  • বিভিন্ন ধরনের antiseptic

7.First Aid box এ কি কি chemical থাকা দরকার

i) Normal saline

ii) Antidots

  • Sodium bicarbonate
  • Boric acid powder
  • Potassium permanganate

(iii) Antiseptic

  • Povidone iodine (povisep/viodin)
  • Alcohol pad
  • Savlon
  • Spirit
  • Carbolic soap
  • সাধারন সাবান

8. Fracture বা অস্থিভঙ্গ কাকে বলে? Fracture কত প্রকার এবং symptom গুলি কি কি?

Bone এর গঠনগত ধারাবাহিকতার ভাঙ্গন হলে তাকে Fracture বলে।

প্রকারভেদ

Fracture 3 প্রকার।

  • Simple or closed fracture
  • Compound or open fracture
  • Complicated fracture (blood vessel, nerve এবং অন্যান্য tissue কে ক্ষতিগ্রস্ত করে)

Symptome

  • Pain in the bone
  • Swelling of the fracture site
  • অঙ্গের নড়াচড়া করতে অসুবিধা
  • Closed or Open wound থাকতে হবে
  • History of trauma ( আঘাতের ইতিহাস )

9. Mention the First Aid of fracture

First Aid of fracture

  • আক্রান্ত স্থান উন্মুক্ত করে দেখতে হবে
  • Fracture এর ধরন নির্নয় করতে হবে
  • Shock থাকলে তার ব্যবস্থাপনা করতে হবে
  • ক্ষত থাকলে তার ব্যবস্থাপনা করতে হবে
  • রক্ত ক্ষরন থাকলে তার ব্যবস্থাপনা করতে হবে
  • আক্রান্ত স্থানে বরফের ঠান্ডা পট্টি দিতে হবে
  • ভাঙ্গা অস্থি splinter বা কাপড়ের ব্যান্ডেজ বা যে কোন উপায়ে অনড় করতে হবে
  • আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে

10. Shock কত প্রকার ও কি কি?

Shock ৬ প্রকার।

  • Hypovolemic shock
  • Cardiogenic shock
  • Neurogenic shock
  • Traumatic shock
  • Burn shock
  • Psychogenic shock

11. Hypovolemic shock এর কারন সমূহ উল্লেখ কর।

যে কোন কারনে দেহে blood volume কমে গেলে Hypovolemic shock ঘটে ।

  • Severe diarrhea
  • Cholera
  • Excessive bleeding
  • Excessive vomiting

12. Cardiogenic shock এর কারন উল্লেখ করা হলো

  • Pulmonary embolism ( sudden blockage of an artery in the lung)
  • Pericardial tamponade ( fluid build-up around the heart reducing its filling capacity
  • Sudden cardiac valve regurgitation (damage of valves allowing the backflow of blood)
  • Rupture of cardiac wall ( due to increased pressure )
  • The inability of the heart muscle to work
  • Ventricular fibrillation
  • Ventricular tachycardia

13. Neurogenic shock এর কারন উল্লেখ করা হলো

  • Low blood pressure, occasionally with a slow heart rate
  • Damage to the central nervous system
  • Brain injury
  • Spinal cord injury

14. Neurogenic shock এর clinic feature উল্লেখ কর।

Neurogenic shock এর clinic feature –

  • Rapid onset of hypotension from massive vasodilation
  • Possible bradycardia, no tachycardia preset the loss of sympathetic tone
  • Hypotension with a wide pulse pressure
  • Warm, flushed skin

15. Psychogenic shock কাকে বলে?

ভীতি বা আবেগ ইত্যাদি মানসিক অবস্থার পরিবর্তনের ফলে যে shock ঘটে তাকে Psychogenic shock বলে।একে Psychological shock, Mental shock, Acute stress disorder বা Acute stress reaction ও বলা হয়। যেমন আপনজনের মৃত্যু সংবাদ বা অপ্রত্যাশিত ভয় করার ফলে সৃষ্ট shock।

HRTD Medical Institute

Check Also

ওষুধের মান নিয়ন্রণে ফার্মেসী টেননিশিয়ানের ভূমিকা

ওষুধের মান নিয়ন্রনে ফার্মেসী টেননিশিয়ানের ভুমিকা Details ১.মডেল মেডিসিন শপে ওষুধ প্রতিহত করার উপায় কি? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *