HRTD Medical Institute

Histology And Cytology

Table of Contents

Histology And Cytology Details

Histology and Cytology. Mobile No. 01797-522136, 01987-073965. ‍Study of Hist ( Tissue) is called Histology and Study of Cell is called Cytology. প্রায় একই ধরনের গঠন বিশিষ্ট এবং প্রায় একই ধরনের কাজ সম্পাদন করে এমন কিছু কোষের সমষ্টিকে Tissue বা কলা বলে। আর দেহের গঠন ও কাজের একককে Cell বলে । Details of Histology And Cytology are available in some Medical Courses like Paramedical Course, Diploma Medical Assistant (DMA Course), DMS Course, and DMDS Course. These short Medical Courses are available in HRTD Medical Institute.

Histology And Cytology
Histology And Cytology Image

Why are histology and cytology important?

Importance of Histology And Cytology: Histology discusses the anatomy and physiology of Tissues and Cytology discusses that of Cells. Disease occur on Tissues and Cells and Drugs are also applied on Tissues and Cells. So, for appropriate diagnosis and treatment, knowing about Histology And Cytology is very important.

Tissue (কলা) কাকে বলে

প্রায় একই ধরনের গঠন বিশিষ্ট এবং প্রায় একই ধরনের কাজ সম্পাদন করে এমন কিছু কোষের সমষ্টিকে Tissue বা কলা বলে।

দুইটি ব্যতিক্রমধর্মী Tissue এর উদাহরন দাও

  • Blood tissue
  • Bone tissue

Blood একটি তরল যোজক কলা যাহাতে RBC, WBC এবং platelet এই তিন ধরনের কোষ বিদ্যমান। এদের গঠন এবং কাজ ভিন্ন ভিন্ন।

Bone একটি বিশেষ ধরনের যোজক কলা যাহাতে osteoplast, osteoclast এবং osteoblast এই তিন ধরনের কোষ বিদ্যমান। এদের গঠন ও কাজ ভিন্ন ভিন্ন।

Tissue কত প্রকার ও কি কি

Tissue চার প্রকার (in Histology)

  • Epithelial tissue (আবরনী কলা)
  • Connective tissue (যোজক কলা)
  • Muscular tissue (পেশী কলা)
  • Nervous tissue (স্নায়ু কলা)

Epithelial tissue প্রধানত কত প্রকার ও কি কি

In Histology, Epithelial tissue প্রধানত তিন প্রকার

  • Squamous epithelial
  • Cuboidal epithelial
  • Columnar epithelial

Squamous epithelial tissue এর গঠন ও কাজ উল্লেখ কর।

In Histology Squamous epithelial tissue এর গঠন নিম্নরুপ

চিত্রঃ Squamous epithelial Tissue

কাজ : আবরন ও ছাকন কাজে লিপ্ত। যেমনঃ Bowmen’s Capsule এর প্রাচীর।

Cuboidal epithelial tissue এর গঠন ও কাজ উল্লেখ কর। Cuboidal epithelial tissue এর গঠন নিম্নরুপ

চিত্রঃ Cuboidal epithelial tissue

কাজ : Kidney এর collecting duct এর আবরন ও শোষন কাজে লিপ্ত।

Columnar epithelial tissue এর গঠন ও কাজ উল্লেখ কর

In Histology Columnar epithelial tissue এর গঠন নিম্নরুপ

চিত্রঃ Collumnar Epithelial Tissue

কাজ: বিশেষ বিশেষ আবরন কাজে লিপ্ত।

Columnar epithelial tissue কত প্রকার ও কি কি

In Histology, Columnar epithelial tissue তিন প্রকার

  • Simple epithelium সাধারন আবরনী কলা। যেমন-

Bowmen’s Capsule

Collecting duct

Intestine wall

  • Stratified epithelium স্ট্রাটিফাইড আবরনী কলা। যেমন- Skin
  • Pseudo stratified epithelium সিউডো স্ট্রাটিফাইড আবরনী কলা।

যেমন-Trachea

Connective tissue কত প্রকার ও কি কি

Connective tissue প্রধানত তিন প্রকার

  • Skeletal connective tissue

Bone

Cartilage

  • Fluid connective tissue

Blood

Lymph

Fibrous connective tissue

দেহ ত্বকের নীচে পেশির মধ্যে থাকে। এদের matrix এ বিভিন্ন তন্তুর আধিক্য দেখা যায়।

Muscular tissue কত প্রকার ও কি কি

In Histology, Muscular tissue তিন প্রকার

  • Voluntary muscle (ঐচ্ছিক পেশি)
  • Involuntary muscle (অনৈচ্ছিক পেশি)
  • Cardiac muscle (হৃৎপেশি)

Voluntary muscle এর বৈশিষ্টগুলি লিখ

Voluntary muscle এর বৈশিষ্টগুলি

  • প্রানীর ইচ্ছা অনুযায়ী সংকোচিত ও প্রসারিত হয়।
  • ইহা অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে।
  • একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট।

Involuntary muscle এর বৈশিষ্টগুলি লিখ

Involuntary muscle এর বৈশিষ্টগুলিঃ

  • প্রানীর ইচ্ছা অনুযায়ী সংকোচিত ও প্রসারিত হয় না।
  • কোষগুলি চাকু/চুরি আকৃতির।
  • গায়ে আড়াআড়ি দাগ থাকে না।

Cardiac muscle এর বৈশিষ্টগুলি লিখ

Cardiac muscle এর বৈশিষ্টগুলি

  • ইহা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি।
  • পেশিগুলি শাখান্বিত/শাখা প্রশাখা যুক্ত।
  • গায়ে আড়াআড়ি দাগ থাকে।

Mast cell কি? Mast cell এর অবস্থান উল্লেখ কর

Mast cell হচ্ছে এক বিশেষ ধরনের cell যা connective tissue তে অবস্থিত এবং connective tissue কে রোগ হতে রক্ষা করে। Mast cell এর অবস্থান:

  • Skin
  • Linking of the stomach
  • Linking of the intestine

Connective tissue কাকে বলে

যে সকল tissue দেহের অঙ্গগুলিকে এবং অন্যান্য tissue গুলিকে একত্র করে রাখে তাদেরকে connective tissue বলে।

Connective tissue গুলি হচ্ছে

  • Bone
  • Blood
  • Cartilage
  • Fat ইত্যাদি।

Fibrous Connective Tissue (FCT) কি

Fibrous connective tissue হচ্ছে এক বিশেষ ধরনের connective tissue যা collagen গঠিত, উচ্চ দৃঢ়তা সম্পন্ন এবং stretch করে।

Collagen কি

Collagen হচ্ছে এক ধরনের protein যা strength এবং stability প্রদান করে।

Collagen সেই সকল organ বা tissue গুলিতে থাকে যেগুলি আমাদের দেহকে support প্রদান করে। যেমন,

  • Muscle
  • Bone
  • Skin

মানবদেহের connective tissue গুলির নাম উল্লেখ কর

মানবদেহের connective tissue গুলি হচ্ছে

  • Adipose tissue (fat tissue)
  • Blood
  • Bone
  • Cartilage
  • Elastic connective tissue
  • Fibrous connective tissue
  • Lymphatic connective tissue

Elastic connective tissue কোথায় অবস্থিত? Elastic connective tissue এর কাজ কি

Elastic connective tissue এর অবস্থান

  • Blood vessel
  • Trachea and bronchus

Elastic connective tissue এর কাজ

  • Helps maintain blood pressure
  • Promotes normal exhalation

Adipose connective tissue এর কাজ কি

Adipose connective tissue হচ্ছে এক ধরনের supporting connective tissue। ইহা cushion (গদি) প্রদান করে এবং excess energy ও fat সঞ্চয় করে।

Bone এবং cartilage কি ধরনের connective tissue

Bone এবং cartilage হচ্ছে supporting connective tissue

Cartilage কি? বিভিন্ন ধরনের cartilage এর নাম উল্লেখ কর

Cartilage হচ্ছে এক ধরনের connective tissue বিভিন্ন ধরনের cartilage এর নাম

  • Articular cartilage
  • Coastal cartilage
  • Elastic cartilage
  • Fibrous cartilage
  • Hyaline cartilage

Cell membrane বা plasma membrane এর কাজ কি

Cell membrane এর কাজ

  • Toxic substance কে cell এর বাইরে রাখা।
  • Cell membrane এ থাকে receptors এবং channels যারা specific molecule কে অনুমতি প্রদান করে (বসতে বা প্রবেশ করতে)। যেমন- আয়ন, নিউট্রিয়েন্টস ইত্যাদি।
  • কোষ organelles এ যে metabolic process গুলি ঘটে সেইগুলিকে আলাদা আলাদা করে।

মানবদেহে কত ধরনের cell থাকে এবং তাদের গঠন কত প্রকার

মানবদেহে প্রায় ২০০ ধরনের cell থাকে এবং তাদের গঠন প্রায় ২০ ধরনের।

Fibrous connective tissue এর main উপাদানগুলি কি কি

উপাদানগুলি হচ্ছে

  • Collagen
  • Water
  • Polysaccharides

Water এবং polysaccharides হচ্ছে carbohydrate এর complex support প্রদান করে।

অর্থাৎ FCT এর main তিনটি উপাদান support প্রদান করে।

  • Mention the functions of fibrous connective tissue.

Functions of fibrous connective tissue :

  • To provide support
  • To provide shock absorption to our bones and organs

আমাদের দেহের specialized fibrous tissue গুলি কি কি

আমাদের দেহে তিন ধরনের specialized fibrous tissue থাকে

  • Ligament
  • Tendon
  • Sclera (Outer layer of the human eye)

Mention the name of liver cells

Liver এ চার ধরনের cell থাকে

  • Hepatocytes
  • Kupffer cells
  • Stellate cells
  • Liver sinusoidal endothelial cells

Hepatocyte কাকে বলে

যে সকল cell দ্বারা liver parenchyma গঠিত, তাদেরকে hepatocyte বলে।

Hepatocyte এর কাজ কি

Hepatocyte এর কাজ

  • Protein synthesis and protein storage
  • Synthesis of cholesterol, bile salts and phospholipids
  • Transformation of carbohydrates
  • Detoxification, modification and excretion of exogenous and endogenous substances.
  • Formation and secretion of bile

Cartilage এর cell এবং matrix কি

Cartilage এর cell হচ্ছে chondrocyte.

Cartilage এর matrix: A large amount of collagenous matrix which is rich in proteoglycan and elastin fibers.

Neuron কি? Neuron কত প্রকার ও কি কি

Nerve cell কে Neuron বলে। অর্থাৎ nervous system যে সকল cell দ্বারা গঠিত তাদেরকে neuron বলে।

Neuron চার প্রকার

  • Sensory neuron
  • Motor neuron
  • Autonomic neuron
  • Interneuron

Bone cell কত প্রকার ও কি কি

Bone cell তিন প্রকার

  • Osteoblast
  • Osteoclast
  • Osteoplast

Germ layer কি? Germ layer কতটি ও কি কি

Germ layer is a primary layer of cells that form during embryogenesis.

There are three germ layers in Vertebrates

  • Ectoderm
  • Mesoderm
  • Endoderm

Mention the function of ectoderm

Functions of ectoderm

To form the following structure

  • Epidermis of skin
  • Epithelial lining of mouth
  • Nervous system
  • Tooth enamel

Mention the function of mesoderm

Functions of mesoderm

To form the following structure

  • Musculoskeletal system
  • Dermis of skin
  • Circulatory system
  • Lymphatic system
  • Excretory system
  • Muscular layer of stomach and intestine.

Mention the functions of endoderm

Functions of endoderm

To form the following structure

  • Liver
  • Epithelial lining of respiratory and digestive system
  • Lining of urinary and reproductive system
  • Pancreas, Thymus
  • Thyroid and parathyroid gland.

Blood cell কত প্রকার ও কি কি

Blood cell তিন প্রকার

  • Erythrocyte | Red Blood Cell or RBC]
  • Leukocyte [ White Blood Cell or WBC ]
  • Thrombocyte | Platelet ]

Leukocyte (WBC) কত প্রকার ও কি কি?

Leukocyte 5 প্রকারঃ

  • Neutrophil
  • Eosinophil
  • Basophil
  • Monocyte
  • Lymphocyte
HRTD Medical Institute

Check Also

ওষুধের মান নিয়ন্রণে ফার্মেসী টেননিশিয়ানের ভূমিকা/ Role of Pharmacy Technician in Quality Control of Drugs

ওষুধের মান নিয়ন্রনে ফার্মেসী টেননিশিয়ানের ভুমিকা/ Role of Pharmacy Technician in Quality Control of Drugs …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *