Saturday , December 14 2024
HRTD Medical Institute

Human Anatomy & Physiology 2

Table of Contents

Human Anatomy & Physiology 2 Details

1.Diaphragm কি? Diaphragm এর কাজ কি? Diaphragm এর major opening গুলি কি কি?

Diaphragm: Diaphragm হচ্ছে একটি muscular পর্দা যা thoracic cavity কে abdominal cavity থেকে আলাদা করে।

Function of Diaphragm

  • Thoracic cavity কে abdominal cavity থেকে আলাদা করে
  • Heart এবং lungs কে সুরক্ষিত রাখা
  • Respiration এ সহায়তা করে

Major 3 opening of Diaphragm

  • Esophageal opening
  • Aortic opening
  • Inferior vena caval opening

2.Renal blood circulation কাকে বলে? চিত্র একে Renal blood circulation টি দেখাও

Renal blood circulation: Kidney তে blood circulation কে Renal blood circulation বলে।

Renal blood circulation এর চিত্র নিম্নে দেওয়া হলো

image

Right kidney তে blood circulation: Right renal Artery দ্বারা blood supply হয় এবং Right Renal vein দ্বারা blood নিষ্কাশিত হয় ।

Left kidney তে blood circulation: Left renal artery দ্বারা blood supply হয় এবং Left renal vein দ্বারা blood নিষ্কাশিত হয় ।

3.Hepatic blood circulation কাকে বলে? চিত্র একে Hepatic blood circulation টি দেখাও

Hepatic blood circulation: Liver এ blood circulation কে Hepatic blood circulation বলে।

image 1

Liver এ blood supply হয় hepatic artery এবং portal vein দ্বারা এবং liver থেকে blood নিস্কাশিত হয় Hepatic vein দ্বারা Hepatic Artery উৎপত্তি হয়েছে Celiac Trunk থেকে এবং celiac trunk উৎপত্তি হয়েছে Aorta থেকে। Portal vein উৎপত্তি হয়েছে GI tract থেকে। Liver এর blood নিষ্কাশিত হয় Inferior vena cava তে।

4.Reproductive system কাকে বলে? চিত্র একে Female Reproductive system টি দেখাও

Reproductive system: দেহের যে system দ্বারা বংশ বৃদ্ধির কাজে সরাসরি involve থাকে তাকে Reproductive system বলে।

Reproductive system দুই প্রকার :

  • Male Reproductive system
  • Female Reproductive system

5. What is nephron? Draw a figure a nephron & indicate the parts.

Nephron: Nephron is the function unit of kidney. অর্থাৎ kidney এর কার‌য একককে nephron বলে। Nephron গঠিত হয় glomerulus এবং tubule দ্বারা।

Structure of a nephron

image 3

Fig: Nephron

6.What is cardiac valve? Mention the names of cardiac valves with their location.

Cardiac valve: Heart এ যে valve গুলি অবস্থিত তাদেরকে cardiac valve বলে।

Name of Cardiac valve

  • Tricuspid valve
  • Bicuspid valve
  • Pulmonary valve
  • Aortic valve

Location of Cardiac valve

  • RA এবং RV এর মাঝখানে অবস্থিত
  • LA এবং LV এর মাঝখানে অবস্থিত
  • Pulmonary trunk এর ভেতর অবস্থিত
  • Aorta এর ভেতর অবস্থিত

7.What is Immune system? Mention the organs of Immune system with their location.

Immune system: দেহের রোগ প্রতিরোধকারী system কে Immune system বলে।

Organs of Immune system & Location

  • Bone marrow
    • হাড়ের ভিতর অবস্থিত
  • Thymus
    • Bronchus এর উপরে অবস্থিত
  • Spleen
    • Left Hypochondrium অঞ্চলে
    • Stomach এর বামপাশে অবস্থিত
  • Appendix
    • Right liac অঞ্চলে অবস্থিত
  • Lymphatic Nodes
    • Lymphatic system এ অবস্থিত
    • গ্রীবা অঞ্চলে
    • বগল অঞ্চলে
    • কুচকি অঞ্চলে
    • হাটু অঞ্চলে
  • Tonsil
    • Oropharynx এর দুই পার্শ্বে তালুমুখে অবস্থিত

8.Define & Classify Lymphatic system. Mention the parts of Lymphatic system. Mention the locations where maximum lymphatic nodes are situates.

Lymphatic system: দেহের যে system lymph পরিবহনের জন্য নিয়োজিত তাকে Lymphatic system বলে।

Classification of Lymphatic system

Lymphatic system two types

  • Right sub-clavian Lymphatic system
  • Left sub- clavian Lymphatic system

Parts of Lymphatic system

  • Lymphatic vessel
  • Lymphatic Nodes

Locations where maximum Lymphatic Nodes are situated

  • গ্রীবা অঞ্চলে
  • বগল অঞ্চলে
  • কুচকি অঞ্চলে
  • হাটু অঞ্চলে

9.What is circulatory system? Mention the parts of circulatory system & indicate the cardiac chamber.

Circulatory system: The system which is responsible for blood circulation is called circulatory system. This system is also called cardio vascular system.

Parts of Circulatory system:

  • Heart
  • Blood vessel
    • Artery
    • Vein
    • Capillary

Heart এর cardiac chamber

  • Right Atrium
  • Right Ventricle
  • Left Atrium
  • Left Ventricle

10.What is blood vessel? Define artery vein & capillary.

Blood vessel: দেহে যে সকল নালীর ভিতর দিয়ে রক্ত চলাচল করে তাদেরকে blood vessel বলে। বাংলায় এদেরকে রক্ত নালী বলা হয়।

Artery: যে সকল রক্ত নালীর ভিতর দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ বা টিস্যুতে রক্ত হয় তাদেরকে Artery বলে। Artery অর্থ ধমনী। রক্ত supply হয় heart থেকে।

Vein: যে সকল রক্ত নালীর ভিতর দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ বা টিস্যু থেকে রক্ত নিষ্কাশিত হয় এবং heart এ ফিরে আসে তাদেরকে Vein বলে। Vein কে বাংলায় শিরা বলা হয়।

Capillary: যে সকল চিকন চিকন রক্ত নালী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত এবং কোষের সাথে বিভিন্ন উপাদান অদান প্রদান করে তাদেরকে Capillary বলে। Capillary অর্থ কৈশিক নালী।

11.What is Urinary system. Draw a picture of Urinary system & indicate the parts.

Urinary system: The system which is responsible for Urine production, Urine storage & Urination is called Urinary system.

Draw a picture & indicate of Urinary system

image 4

12.What is Reproductive system? Draw a figure of male Reproductive system & indicate the parts.

Reproductive system: The system which is responsible for the productive of new generation is called Reproductive system.

Figure of Male Reproductive

image 5

13.What is upper limb? Mention the bones of upper limb with figure.

Upper limb হচ্ছে উধাংগ। দুই হাতকে Upper limb বলে। Upper limb এর bone সমূহ:

  • Humerus 1×2=2
  • Radius 1×2=2
  • Ulna 1×2=2
  • Carpal 8×2=16
  • Metacarpal 5×2=10
  • Phalanx 14×2=28
  • Clavicle 1×2=2
  • Scapula 1×2=2

Total bones 32×2=64

14.What is abdomen. Mention the regions of abdomen .

পেটকে abdomen বলে। ইহা Thorax এর নিচে অবস্থিত। abdomen এর বিভিন্ন অংশ সমূহ:

  • Right Hypochondrium অঞ্চল
  • Left Hypochondrium অঞ্চল
  • Right Lumber অঞ্চল
  • Left Lumber অঞ্চল
  • Right lliac অঞ্চল
  • Left lliac অঞ্চল
  • Epigastric অঞ্চল
  • Umbilical অঞ্চল
  • Hypogastric অঞ্চল

15.Blood কি? Blood এর কাজ কি?

Blood: Blood হচ্ছে একটি তরল যোজক কলা। ইহা blood cell এবং plasma বা রক্ত রস দ্বারা গঠিত। Circulatory system দ্বারা সমস্থ দেহে রক্ত সঞ্চালিত হয়।

Blood এর কাজ:

  • Transportation (পরিবহন)
    • খাদ্যের উপাদান
    • O2, CO2
    • Hormone, Vitamin
  • Balance Maintenance (ভারসম্য রক্ষা)
    • Water balance
    • Temperature balance
    • Acid base balance
    • Electrolyte balance
  • Defensive function (প্রতিরক্ষা মূলক কাজ)
    • Phagocytosis
    • Antibody production

16.Lungs, Bronchus, & Alveolus কি? এদের কাজ গুলি উল্লেখ কর।

Lungs (ফুসফুস) : Respiratory system এর সবচেয়ে গুরুত্ব পূর্ণ organ হচ্ছে Lungs. মানবদেহের Thoracic cavity তে 2টি Lungs থাকে।

Lungs এর কাজ :

  • সংকোচন প্রসারনের মাধ্যমে
  • বাতাসের অক্রিজেনকে blood এ দেয়
  • Blood এর CO2 কে দেহ থেকে বের করে দেয়।

Bronchus: Cartilage এর Ring দ্বারা তৈরী যে সকল বায়ুনালী Lungs এর ভিতর অবস্থিত তাদেরকে Bronchus বলে।

Bronchus এর কাজ :

  • বায়ু চলাচলের পথ হিসাবে কাজ করে।

Alveolus: Lungs এর ভিতর যে অসংখ্য বায়ুথলী গুলি থাকে তাদেরকে Alveolus বলে।

Alveolus এর কাজ:

  • রক্তের RBC এর সাথে O2 এবং CO2 আদান প্রদান করে।

17.Liver কি? Liver এর কাজ কি?

Liver (যকৃত/কলিজা): Liver হচ্ছে মানব দেহের একটি গুরুত্বপূর্ণ gland. ইহা Diaphragm এর ঠিক নিচে অবস্থিত । ইহা পরিপাক ও বিপাকে ক্রিয়ার গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে ।

Function of Liver:

  • Bile production and secretion
  • Metabolism ( Nutrient, Vitamin, Drugs).
  • Storage বা সংরক্ষন ( Glucose, Vitamin, Iron ইত্যাদি)
  • Supply বা সরবরাহ ( Glucose, Plasma, Protein ইত্যাদি)
  • Plasma protein তৈরী করে
  • নিষ্কিয় বা বিষাক্ত পদার্থ (Steroid, Hormone ইত্যাদি)
  • রোগ প্রতিরোধে অংশ গ্রহন (Coffer cell দ্বারা)

18.Stomach কি? Stomach এর কাজ কি? Gastric juice কি? Gastric juice এর উপাদান কি কি?

Stomach (পাকস্থলী) : Digestive system যে organ টি ঠিক Diaphragm এর নিচেই অবস্থিত এবং যাহা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে stomach বলে।

Stomach এর কাজ সমূহ:

  • খাদ্য জমা করা
  • খাদ্যের জীবানুকে ধ্বংস করা
  • Gastric juice নি:সরন করা
  • খাদ্য চুর্ণ বিচুর্ণ করা
  • খাদ্য পরিপাকে অংশ নেওয়া

Gastric juice (পাকস্থলীর রস): Gastric wall থেকে যে জুস বের হয়ে খাদ্যের জীবানুকে ধ্বংস করে এবং খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে Gastric juice বলে।

Gastric juice এর উপাদান সমূহ:

  • Water (পানি)।
  • Pepsin (ইহা একটি Enzyme যাহা খাদ্য পরিপাকে অংশ নেয়)।
  • HCL এসিড। ইহা রোগ জীবানুকে ধ্বংস করে এবং stomach এ এসিড মাধ্যম সৃষ্টি করে।

19. Endocrine system কাকে বলে? মানব দেহের গুরুত্বপূর্ণ Endocrine gland গুলি কি কি? এই gland গুলি কোথায় অবস্থিত?

Endocrine system: দেহের যে system Endocrine gland গুলি দ্বারা গঠিত তাকে Endocrine system বলে। Endocrine gland গুলি থেকে Hormone নিঃসৃত হয়। Hormone গুলি দেহের বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রন করে।

মানব দেহের গুরুত্বপূর্ন Gland সমূহ:

  • Hypothalamus- ইহা মস্তিকে অবস্থিত।
  • Pituitary gland -ইহা মস্তিকে অবস্থিত।
  • Thyroid gland- ইহা ট্রাকিয়ার উপরের দিকে অবস্থিত।
  • Parathyroid gland- ইহারা Thyroid gland এর পিছনে অবস্থিত।
  • Islets of Langerhans- ইহা Pancreas এর লেজের দিকে অবস্থিত।
  • Adrenal gland- ইহারা দুই kidney এর উপরে অবস্থিত।
  • Testis- ইহারা পুরুষ Reproductive system এ অবস্থিত।
  • Ovary- ইহারা স্ত্রী Reproductive system এ অবস্থিত।

20. Heart এর কাজ কি? Heart এর Right part এবং Left part এর কাজ কি কি? Cardiac Chamber এবং Cardiac Valve গুলির কাজ কি কি?

Heart এর কাজ: সংকোচন প্রসারনের মাধ্যমে রক্তরক পাম্প করাই হচ্ছে Heart এর কাজ। ফলে দেহে রক্ত সঞ্চালিত হয়।

Heart এর Right part এর কাজ: সমস্ত Body থেকে রক্ত সংগ্রহ করে এবং Lungs এ রক্ত প্রেরন করে।

Heart এর Left part এর কাজ: Lungs থেকে রক্ত সংগ্রহ করে এবং সময় Body তে রক্ত প্রেরন করে।

Cardiac Chamber গুলির কাজ: রক্ত সংগ্রহ করা এবং রক্ত প্রেরন করা. Atrium দুইটি রক্ত সংগ্রহ করে এবং Ventricle দুইটি রক্ত প্রেরন করে।

Cardiac Valve গুলির কাজ: রক্তকে সামনের দিকে যেতে দেয় কিন্তু পিছনের দিকে যেতে দেয় না। যেমন- Tricuspid ও Bicuspid valve দুইটি Atrium এর রক্তকে Ventricle এ যেতে দেয় কিন্তু Ventricle এর রক্তকে Atrium এ যেতে দেয় না।

21. Body fluid কি? দেহের Body fluid গুলির নাম উল্লেখ কর। Body fluid এর কাজ কি?

Body fluid: Body তে যে fluid গুলি থাকে তাদেরকে Body fluid বলে।

Names of Body fluids:

  • Intracellular fluid (40%).
  • Extracellular fluid (20%).
    • Interstitial fluid (5%)
    • Blood plasma (15%)
  • Transcellular fluid
    • Synovial fluid
    • Cerebrospinal fluid (CSP)
    • Intra ocular fluid
    • Peritoneal fluid
    • Pericardial fluid

Body fluid এর কাজ:

  • বিভিন্ন উপাদানের পরিবাহক হিসাবে কাজ করে।
  • দেহের তাপমাত্রা নিয়ন্ত্রন করে।
  • কোষের আকার নিয়ন্ত্রন করে।
  • বিক্রিয়ার মাধ্যম হিসাবে কাজ করে।
  • দ্রাবক হিসাবে কাজ করে।

22. Pancreas কি? Pancreas এর কাজ গুলি সংক্ষেপে লিখ।

Pancreas: Stomach এর নিচে এবং Duodenum এর পার্শ্বে পাতার মত যে অঙ্গটি থাকে তাকে Pancreas বলে। Pancreas হচ্ছে গুরুত্বপূর্ণ gland সমৃদ্ধ organ.

Pancreas এর কাজ:

Pancreas এ থাকে Exocrine gland এবং Endocrine gland Exocrine gland থেকে Tripsin, Lipase এবং Amylase নামক Engyme নিঃসৃত হয়।

  • Tripsin (protease) ইহা protein জাতীয় খাদ্যকে পরিপাক করে।
  • Lipase ইহা Fat জাতীয় খাদ্যকে পরিপাক করে।
  • Amylase ইহা Carbohydrate আতীয় খাদ্যকে পরিপাক করে।

Pancreas এর Endocrine gland থেকে Insulin এবং Glucagon নামক hormone নিঃসৃত হয়।

  • Insulin ইহা রক্তে glucose এর মাত্রা কमात।
  • Glucagon ইহা রক্তে glucose এর মাত্রা বাড়ায়।

23. Enzyme কি? Enzyme এর কাজ কি? গুরুত্বপূর্ণ Digestive Enzyme গুলির নাম ও কাজ উল্লেখ কর।

Enzyme (অনুঘটক): Enzyme হচ্ছে এক ধরনের Biochemical যা Exocrine gland থেকে নিঃসৃত হয়। Enzyme গুলি বিক্রিয়ার গতিতে স্বরানিত হয়।

Enzyme এর কাজ: দেহের বিভিন্ন বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। বিক্রিয়ায় পরোক্ষ ভাবে অংশ গ্রহন করে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তীত থাকে।

গুরুত্বপূর্ণ Digestive Enzyme সমূহ:

  • Pepsin – এসিড মাধ্যমে Protein জাতীয় খাদ্যকে পরিপাক করে।
  • Tripsin (Protiase) ক্ষারীয় মাধ্যমে Protein জাতীয় খাদ্যকে পরিপাক করে
  • Lipase- Fat জাতীয় খাদ্যকে পরিপাক করে।
  • Amylase- Carbohydrate জাতীয় খাদাকে পরিপাক করে।
  • Erepsin -Protein জাতীয় খাদ্যকে পরিপাক করে। এটি Ilium এ সংঘটিত হয়।

24. Gall bladder কি? Gall bladder এর কাজ কি? Hemoglobin কি? Hemoglobin এর কাজ কি?

Gall bladder: যে থলীতে bile বা পিত্তরস জমা থাকে তাকে Gall bladder বলে।

Gall bladder এর কাজ:

  • Bile জমা করে রাখা।
  • Bile ঘনিভূত করা।
  • Duodenum এ bile সরবরাহ করা।

Hemoglobin: Hemoglobin হচ্ছে একটি conjugated protein. ইহা লৌহ ও Protein এর সমন্বয়ে গঠিত। প্রতিটি RBC এর ভিতরে 200 থেকে 300 অনু Hemoglobin থাকে।

Hemoglobin এর কাজ:

Hemoglobin এর সাথে bind করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড।

ফলে,

Lungs থেকে tissue তে অক্সিজেন supply হয় এবং tissue থেকে কার্বন ডাই অক্সাইড Lungs এ নির্গমন হয়।

25. Blood cell কাকে বলে? Blood cell গুলির নাম এবং কাজ উল্লেখ কর।

Blood cell: Blood এ যে কোষ গুলি থাকে তাদেরকে Blood cell বলে.

Blood cell গুলির নাম:

  • RBC (Erythrocyte).
  • WBC (Leucocyte).
  • Platelet (Thrombocyte).

WBC (Leucocyte) পাঁচ ধরনের:

  • Nutrophil
  • Esonophil
  • Basophil
  • Monocyte
  • Lymphocyte

Blood cell গুলির কাজ:

  • RBC (Red Blood Cell): অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করা।
  • WBC (White Blood Cell): রোগ জীবানুকে ধ্বংস করা করা।
  • Platelet (Thrombcyte): রক্তকে জমাট বাধতে সহায়তা করা।

26. Hormone কি? 6 টি Hormone এর নাম লিখ। Hormone এর কাজ কি কি?

Hormone (হরমোন): Hormone হচ্ছে এক বিশেষ ধরনের Biochemical. ইহারা Endocrine gland থেকে দেহ রসে নিঃসৃত হয় এবং রক্ত দ্বারা পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন tissue তে কাজ নিয়ন্ত্রন করে Hormone কে দেহের chemical messenger বলা হয়। Hormone শব্দের অর্থ আমি উত্তেজিত করি

Hormone এর নাম:

  • Insulin.
  • Glucagon.
  • Adrenalin.
  • Noradrenalin.
  • Testosterone.
  • Estrogen.

Hormone এর কাজ:

  • বিপাক জনিত কাজ নিয়ন্ত্রন করে।
  • বৃদ্ধি জনিত কাজ নিয়ন্ত্রন করে।
  • জনন কাজ নিয়ন্ত্রন করে।
  • জরুরী অবস্থা নিয়ন্ত্রन করে।

27. Spleen কি? Spleen এর কাজ গুলি কি কি?

Spleen (প্লীহা): মানব দেহের Left Hypochondrium অঞ্চলে stomach এর বাম পাশে গাঢ় গোলাপী রং এর যে অঙ্গটি থাকে তাকে spleen বলে।

Spleen 21 Size: 12 cm x 7 cm x 3 cm Spleen কে Blood cell এর store House ও বলা হয়।

Spleen এর কাজ সমূহ:

  • Blood cell সঞ্চয় করে রাখা।
  • প্রয়োজনে রক্তে Blood cell সরবরাহ করা।
  • Antigen filtration করা
  • Antigen phagocytosis করা বা নিষ্ক্রিয় করা।
  • পুরাতন এবং unwanted Blood cell গুলিকে নিষ্ক্রিয় করন এবং Liver এ প্রেরন করা।

28.Male Reproductive system এর organ গুলি কি কি? এদের কাজ গুলি লিখ।

Male Reproductive system এর organ গুলি হচ্ছে:

  • Testis (২ টি)।
  • Epididymis (২ টি)।
  • Ductus Difference (২ টি)।
  • Seminal Vesicle(),
  • Prostate (১টি)।
  • Urethra (১টি)।

Male Reproductive system এর urgan গুলির কাজ:

Testis এর কাজ: Sperm) (শুক্রাণু) তৈরী করা।

Epididymis এর কাজ: Sperm জমা রাখা।

Ductus Difference এর কাজ: Sperm বহন করা।

Seminal Vesicle এর কাজ: Seminal fluid জমা রাখা। এই fluid গুলি হচ্ছে Sperm এর nutrition বা পুষ্টি উপাদান।

Prostate gland এর কাজ: বীর্য রস তৈরী করা। এই রস গুলিকে prostatic juice বলে।

Urethra এর কাজ: বীর্য (semen) নির্গমনের পথ হিসাবে কাজ করা।

HRTD Medical Institute

Check Also

Gastrological Drugs & Pharmacology

Gastrological Drugs & Pharmacology Gastrological Drugs & Pharmacology. Mobile Phone Number 01797522136, 01987073965. Gastrological Drugs …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *