Saturday , December 14 2024
HRTD Medical Institute

Human Microbiology

Table of Contents

Human Microbiology Details

1.Microbiology কি? চিকিৎসা বিজ্ঞানে Microbiology গুরুত্বপূর্ণ কেন?

Microbiology: চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র জীব নিয়ে আলোচনা করা হয় তাকে Microbiology বলে।

চিকিৎসা বিজ্ঞানে Microbiology এর গুরুত্ব:

তৃতীয় বিশ্বের দেশগুলিতে অধিকাংশ রোগের মূল কারণ জীবনুর আক্রমণ। রোগ সৃষ্টিকারী জীবাণুকে Pathogenic Microorganism বলে।

Microbiology বা Medical Microbiology পাঠ করলে Pathogenic Microorganism গুলি বংশ বৃদ্ধি জীবনচক্র, বেচে থাকার কৌশল, রোগসৃষ্টির প্রক্রিয়া, Sensitivity ইত্যাদি সম্পকে জানা যায়। ফলে জীবানু দ্বারা সৃষ্ট রোগগুলিকে আমরা সহজেই দূর করতে পারি। তাই চিকিৎসা বিজ্ঞাণের জন্য Microbiology বা Medical Microbiology খুবই গুরুত্বপূর্ণ।

2. Micro-organism কি? Micro-organism কত প্রকার ও কি কি ? সংক্ষেপে ব্যাখ্যা কর।

যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীৰকে খালী চোখে দেখে যায় না, Microscope দিয়ে দেখতে হয় তাদেরকে Micro-organism বলে।

Micro-organism চার প্রকার:

  • Bacteria, এরা এককোষী জীব। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়।
  • Fungus, এরা এককোষী এবং বহুকোষী জীব। এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের দেহ চিটিন দ্বারা গঠিত
  • Protozoa; এরা এককোষী জীব। এদের নিউক্লিয়াস সুগঠিত। এরা খাদ্য গ্রহণ করে শোষন অথবা গলাধকরণের মাধমে।
  • Virus, এরা অকোষী। এদের দেহে এর একটি আবরণ থাকে এবং ভিতরে থাকে অথবা কোন নিউক্লিয়াস থাকে না।

3. Define Microscope. What are the main parts of Microscope?

Microscope অর্থ অণুবিক্ষন যন্ত্র। এটি একটি আলোক যন্ত্র

যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে Microscope বলে।

The head, arm, and base are the three essential structural parts.

The head or body consists of the optical parts in the upper portion of the microscope

The arm joins and supports the base and head. It is also used to move the microscope

The base of the microscope contains the illuminator and supports the microscope

Microscope Parts

image

Figure: Parts of a microscope,

4. Bacteria কি? গঠন অনুযায়ী Bacteria কতপ্রকার ও কি কি? চিএ সহ সংক্ষেপ্ত ব্যাখ্যা কর।

Bacteria: Bacteria হচ্ছে অতি ক্ষুদ্র এককোষী জীব। এদের সাইটোপ্লাজম আসে কিন্তু নিউক্লিয়াস সুগঠিত নয়। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না।

গঠন অনুযায়ী Bacteria এর প্রকারভেদ: গঠন অনুযায়ী Bacteria দুই প্রকার:

  • Coccus
  • Bacillus

a. Coccus, কক্কাস দেখতে গোলাকার। এরা চেইন, আঙ্গুয়ের থোকা বা জোড়া হিসেবে থাকে।

b. Bacillus: বাসিলাস দেখতে দন্ডাকার অথ্যা এর মতে। এরা সাধারনত এককভাবে থাকে। এ ছাড়া কমা ও সপিলাকার bacillus ও আছে।

5. কয়েকটি Coccus ও Bacillus এর উদাহরন দাও। Vibrio cholerae ও Spirochaetes দেখতে কেমন?

Coccus এর উদাহরণ:

  • Staphylococcus [SSTI]
  • Streptococcus | Pneumonia)
  • Gonococcus/Neisseria gonorrhoeae (GUTI Gonorrhea]
  • Meningococcus [Meningitis)

Bacillus এর উদাহরন,

  • Bacillus anthracis | Anthrax ]
  • Bacillus cereus (Food poisoning)
  • Bacillus megaterium (Brain abscess)
  • Vibrio cholera | Cholera)

Visual feature of vibrio cholerae and spirochaetes. Vibrio cholera দেখতে কমা এর মত, Spirochaetes দেখতে সপিলাকার এবং লম্বা।

SHAPES OF BACTERIA

5. Bacteria এর গঠন চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও

Bacteria কোষের চারদিকে Capsule আকারের cell wall এবং ভিতরে Cytoplasm এর ঝিল্লি থাকে।

image 1

Bacteria কোষের cytoplasm এ থাকে।

  • Ribosome
  • Polysome
  • বিভিন্ন কণিকা ইত্যাদি।
  • Bacteria এর নিউক্লিয়াস সুগঠিত নয়। তবে নিউক্লিয়াসের যায়গায় একটি DNA থাকে। কোন কোন Bacteria এর Flagella থাকে Flagella দেখতে লেজ এর মত। Flagella কোষ প্রাচীরের বাইরে থাকে। Bacteria এর চলাচলে Flagella সহায়তা কর 6. Spore কি? কোন কোন bacteria গুলি Spore তৈরি করতে পারে?

কোন কোর Bacteria প্রতিকুল পরিবেশে এর protoplasm কে এক যায়গায় জমা করে গোলাকৃতি ধারণ করে Bacteria এর এ রকম অবস্থাকে Spore বলে। এ অবস্থায় Bacteria কে সহজে ধ্বংস করা যায় না। কারণ এ অবস্থায় Bacteria বিপাক ক্রিয়া কমিয়ে ফেলে।

Care

DNA

Rbosomas

Ollysslytic

Can Survive conidisions for years

memor ana

Spore Wall

Noamar

peptidoglycan

Cortex

Track layer of kets cross-linked peptidoglycan

Keratin Spore Coat Proten

নিম্নলিখত গনভুক্ত bacteria গুলি Spore তৈরি করতে পারে।

  • Clostridia (গণভুক্ত গণভুক্ত)
  • Bacillus (গণভুক্ত গণভুক্ত)

তাই এদেরকে সহজে ধ্বংস করা যায় না।

7. কিছু Spore সৃষ্টিকারী Bacteria এর নাম এবং সৃষ্ট রোগের নাম উল্লেখ কর।

Clostridia গণভুক্ত spore

সৃষ্টিকারী bacteria:

  • Clostridium tetany
  • Clostridium botulium
  • Clostridium perfrigens

সৃষ্টরোগ

  • Tetanus
  • Food poisoning
  • Gas gangrene
  • Clostridium septicum
  • Septicemia

Clostridia গণভুক্ত spore

সৃষ্টিকারী bacteria

  • Bacillus anthrasis
  • Bacillus cereus
  • Bacillus subtilis

সুষ্টরোগ

  • Anthrax
  • Gastroenteritis
  • Opportunistic Infection

8. Staphylococcus কি ধরনের Bacteria এদের দ্বারা সৃষ্ট রোগ সমূহ ও কার্যকরী Antibiotic উল্লেখ কর।

Staphylococcus:

Gram positive bacteria এরা গোলাকার, আঙ্গুরের থোকার (cluster) মত একসাথে অনেকগুলি থাকে। সবচেয়ে ভাস্কর প্রজাতি হচ্ছে- Staphylococcus aurious.

সৃষ্ট রোগ সমূহ:

  • SSTI
  • Bone & joint infection
  • Blood infection (septicemia)
  • Cardiac infection
  • Brain infection (Meningitis, Brain abscess)
  • Staphylococcus food poisoning
  • Toxic shock syndrome (TTS)
  • Lung abscess
  • Breast abscess.

কার্যকরী Antibiotic

  • Flucloxacdlun
  • Cloxacillin
  • Cefriaxone

9. Streptococcus কি ধরনের bacteria? এদের দ্বারা সৃষ্ট রোগসমূহ এবং কার্যকরী Antibiotic উল্লেখ কর।

Streptococcus.

Gram positive bacteria এরা গোলাকার বা ডিম্বাকার। চেইনের মত সংযুক্ত থাকে।

Streptococcus গুলি হচ্ছে

  • Streptococcus pyogenes
  • Streptococcus fecalis
  • Streptococcus viriclens
  • Streptococcus pneumonae

সৃষ্টরোগ সমূহ

  • Tonsilitis, pharyngitis, Pneumonia
  • Cellulitis (ত্বকে পুঁজ সংক্রমন)
  • Lymphangitis (Lym, vessel & Lym, Node)
  • Wound infection (ক্ষত সংক্রমন)
  • Scarlet fever
  • Blood infection
  • Glomerulonephritis (AGN)
  • Rheumatic fever (বাদ জ্বর)

কার্যকরী Antibiotic

Asithromycin, Erythromycin, Cefriazone, Cephradine, Sparfloxacin, Levofloxacin, Amoxycillin.

10.Mention the basic principle of gram staining of bacteria.

The basic principle of gram staining involves the ability of the bacterial cell wall to retain the crystal violet dye during solvent treatment. Gram-positive microorganisms have higher peptidoglycan content, whereas gram-negative organisms have higher lipid content.

11. Define gram positive and gram negative bacteria .

Bacteria কে Crystal violet দ্বারা রঞ্জিত করে এলকোহল- এসিটোন দ্বারা বিরজিত করা হলে, কিছু bacteria বিরজিত হয় কিছু হয় না। যে সকল bacteria বিরন্জিত হয় না Crystal violet এর বর্ণ ধারন করে তারা gram positive bacteria এবং যারা বিরজিত হয় তারা gram negative bacteria

12. Mention the names of some gram positive and gram negative bacteria.

Name of some gram positive bacteria:

  • Staphylococcus aureus
  • Streptococcus pyogen
  • Streptococcus pneumoniae
  • Bacillus anthracis
  • Clostridium tetani
    • Some gram negative bacteria:
  • Neisseria gonorrhea
  • Neisseria meningitides
  • Escherichia coli
  • Klebsiella pneumonia
  • Vibrio cholera

13. Define broad spectrum and narrow spectrum with example.

Broad spectrum antibiotic: The antibiotics that gram positive and gram negative bacteria are calledspectrum antibiotics. Examples are Azithromycin, Amoxicilin Tetracycline and Quinolones Narrow spectrum antibiotic. The antibiotics that act against ethe gram positive bacteria or gram negative bacteria are naniow spectrum antibiotics. Examples are Glycopeptides, Bacitracın andPolymixins

15. Fungi কি? একটি এককোষী Fungus এর গঠন চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও।

Fungi হচ্ছে একধরনের জীবানু। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা সুকেন্দ্রিক (eukaryotic) এবং পরভোজী এদের দেহে সালোক সংশ্লেষণকারী বণকণিকা নেই। এদের cell wall chitin দ্বারা গঠিত।

Structure of a Unicellular Fungus

Typical fungal cell

  • Cell wall
  • Cell membrane
  • Mitochondria
  • Nucleus
  • Vacuole
  • Cytoplasm

Figure: Structure of Unicellular Fungus.

16. Protozoa কি? রোেগসৃষ্টিকারী Common protozoa গুলি কি কি? এদের চিত্র অংকন কর।

Protozoa হচ্ছে এক ধরনের জীবানু। এরা এককোষা aerobic eukaryotic এদের কোষে নিউক্লিয়াস এবং জটিল organelles থাকে।

রোগসৃষ্টিকারী Common Protozoa গুলি হল-

  • Amoebozoa: –
    • Amoeb
    • Entameba histolitica
    • Entameba gingivitis
  • Giardia
  • Leishmania
  • Plasmodium (Malaria রোগ হয়)

PROTOZOA

  • PARAMES TUM
  • RIMAANA
  • STENTOR
  • CARCHASIDIM
  • AMCESA

17. What are helminthes? What are the general characteristics of helminthes?

Helminthes: Helminthe হচ্ছে বহুকোষী দ্বিপাশ্বীয় প্রতিসম পরজীবী প্রানী যাদের তিনটি germ layers থাকে।

General Characteristics of helminthes

  • Multicellular
  • Microscopic
  • ভিন্ন ভিন্ন cell গুলি ভিন্ন ভিন্ন physiological function
  • দেহে physiological system বিদ্যামান।
  • এদের তিনটি germ layers থাকে।
  • পৃথক sex
  • প্রজনন সাধারনত ডিমের মাধ্যমে হয়।

18.Enterobius vermiscularis কি? এদের life cycle ব্যাখ্যা কর এবং এদের দ্বারা সৃষ্ট রোগ গুলি কিকি?

Enterobius vermicularis;

গুড়া কৃমি সুতাকৃমি (pinworm or thread worm) এর নাম enterobius vermiscularis অত্যন্ত ছোট আকৃতির সাদা রং এর কৃমি। লম্বা ৩-১২ মি.মি. স্ত্রী কৃমির যোনী ও জরায়ু আছে।

Life cycle of Enterobius vermicularis,

পূণ বয়স্ক কৃমি সিকামে বাস করে। পুরুষ কৃমি স্ত্রীকে নিষিক্ত করে মারা যায়। গভবতী কৃমি Large intestine এ যায় এবং রাতের বেলা এর নিকটে এসে ডিম পাড়ে।

এই ডিমে লাভা থাকে এবং এগুলি পায়ুপথের চারপাশ্বে বের হয়ে চুলকানির সৃষ্টি করে। নখ ও আঙ্গুলের মাধ্যমে এই ডিম মানক দেহে প্রবেশ করে। মানব দেহের অন্ত্রে পাচক রসের প্রভাবে ডিম ভেঙ্গে লাভা বের হয়ে আসে। পুনরায় এদের জীবনচক্র শুরু।

Enterobius vermicularis দ্বারা সৃষ্টরোগ

  • Pruritis ani
  • Diarrhoea
  • Appendicitis
  • Vaginitis
  • Valvo Vaginitis.

19. Helminthes কি? Helminth কত প্রকার ও কি কি? চিত্রসহ বুঝিয়ে দাও।

Helminthes: Helminthes হচ্ছে বহুকোষী, দ্বিপার্শ্বীয় প্রতিক্রম পরজীবি প্রাণী যাদের তিনটি germ layer থাকে।

Classification of Helminthes:

Helminthes 3 Type

  • Cestode (ফিতা কৃমি), এরা দেখতে ফিতার মত লম্বা। লম্বা কয়েক মি.মি. থেকে কয়েক মিটার দেহে পরিপাক তন্ত্র নেই। মুখে আংটা বিশিষ্ট চোষক থাকে।
  • Trematode (পাতা কৃমি): এরা দেখতে পাতার মত লম্বা। এক মি.মি. হতে কয়েক সে.মি. পরিপাকতন্ত্র অমন্ত্রণ, মলদার নেই। মুখে আংটা বিশিষ্ট চোষক থাকে।
  • Nematode (নলাকার কৃমি), এরা দেখতে নলাকার মত লম্বা। কয়েক মি.মি. হতে এক মিটার দেহে পরিপাকতন্ত্র বিদ্যামান।

20. Bacteria, Fungus, Protozoa, Virus এর বৈশিষ্ট গুলি লিখ।

Bacteria এর বৈশিষ্ট:

  • এরা এককোষী
  • নিউক্লিয়াস সুগঠিত নয়
  • শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে।

Fungus এর বৈশিষ্ট:

  • এরা এককোষী এবং বহুকোষী
  • নিউক্লিয়াস সুগঠিত
  • আশেপাশের বস্তুকে খাদ্য হিসেবে শোষণ করে।

Protozoa এর বৈশিষ্ট:

  • এরা এককোষী
  • নিউক্লিয়াস সুগঠিত
  • শোষণ এবং গলাধকরনের মাধ্যমে খাদ্য গ্রহণ করে।

Virus এর বৈশিষ্ট

  • এরা অকোষী
  • নিউক্লিয়াস নেই শুধু DNA অথবা RNA থাকে।
  • দেহে Protein এর আবরণ থাকে।
  • বংশবৃদ্ধির জন্য Host এর প্রয়োজন।

21. Define virus, DNA virus and RNA virus.

Virus: Virus হচ্ছে অকোষি Microorganism. একটি কোষে যে সকল উপাদান থাকা প্রয়োজন, সেগুলির সবকিছু ভাইরাসে পাওয়া যায় না। ভাইরাসে থাকে DNA, RNA এবং প্রোটিনের আবরন।

DNA virus: যে সকল ভাইরাসে DNA থাকে তাদেরকে DNA virus বলে।

RNA virus: যে সকল ভাইরাসে RNA থাকে তাদেরকে RNA virus বলে।

  • Envelope protein
  • Envelope
  • Vral genome
  • Nucleocapsid
  • Viral tegument

22. What are the most common viral diseases of human in Bangladesh?

Common viral diseases in Bangladesh include hepatitis. poliomyelitis, rabies, measles, mumps, rotavirus diarrhoea, and ‘chicken pox.

23. What are the common infectious diseases of human in Bangladesh?

Common infectious diseases of human in Bangladesh:

  • Pneumonia
  • Infectious diarrhea
  • Cholera
  • Typhoid
  • Sinusitis
  • Rhinitis
  • Bronchitis
  • Covid 19

24. Define zoonotic disease.

Zoonotic disease are the infectious diseases that transmit from animal to human.

Example: Anthrax, Rabies, Brucellosis

25. What are the common zoonotic diseases in Bangladesh?

Common zoonotic disease is Bangladesh

  • Anthrax,
  • Brucellosis,
  • Nipah,
  • Rabies,
  • Zoonotic influenza, (6) Zoonotic tuberculosis

26. What are the common protozoan diseases of human in Bangladesh?

Cost common protozoan diseases are

  • Amebiasis
  • Giardiasis
  • Trichomoniasis
  • Amebic gingivitis

27. What are the common fungal diseases?

Common fungal diseases are

  • Tinea cruris
  • Tinea pedis
  • Tinea capitis
  • Onicomycosis
  • Oral candidiasis
  • Vaginal candidiasis

28. Mention the causes of Anthrax, Brucellosis and Rabies?

  • Causes of Anthrax: Bacillus anthracis
  • Causes of Brucellosis: Brucella bacteria.
  • Causes of Rabies: Rabies virus.

29 . Write short note on Brucellosis.

Brucellosis is an infectious disease caused by bacteria People can get the disease when they are in contact with infected animals or animal products contaminated with the bacteria. Animals that are most commonly infected include sheep, cattle, goats, pigs, and dogs, among others Causes of Brucellosis is Brucella bacteria

30. Mention the causes of Pneumonia.

Causes of Pneumonia.

Some bacteria like Streptococcus pneumonae Some virus like Coronavirus

31. Write short note on Rabies.

The rabies virus causes a rabies infection. The virus spreads through the saliva of infected animals. Infected animals can spread the virus by biting another animal or a person. In rare cases, rabies can be spread when infected saliva gets into an open wound or the mucous membranes, such as the mouth or eyes

32. What are the cause of Typhoid and Tuberculosis?

  • Causes of Typhoid Salmonella typhi
  • Causes of Tuberculosis: Mycobacterium tuberculosis
  • Causes of Cholera Vibreo cholerae

33. Write short note on Tuberculosis.

Ans:- Tuberculosis (TB) is caused by a type of bacterium called Mycobacterium tuberculosis It’s spread when a person with active TB disease in their lungs coughs or sneezes and someone else inhales the expelled droplets, which contain TB bacteria.

34. Write short note on Nipah viral infection.

Nipah virus infection in humans causes a range of clinical presentations, from asymptomatic infection (subclinical) to acute respiratory infection and fatal encephalitis. Infected people initially develop symptoms including fever, headaches, myalgia (muscle pain), vomiting, and sore throat.

HRTD Medical Institute

Check Also

Skin Rashes for Medical Diagnosis

Skin Rashes for Medical Diagnosis Details Skin Rashes for the Best Medical Diagnosis. Mobile Phone …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *