Saturday , December 14 2024
HRTD Medical Institute

Psychotherapy/ Mental Therapy

Psychotherapy/Mental Therapy Details

Psychotherapy/ Mental Therapy. Mobile Phone Number 01797522136, 01987073965. Psychotherapy Or, Mental Therapy is some form of counseling or talk therapy whose main aim is to help and adapt a mental patient to get rid of mental problems and return to a normal life.

সাইকোথেরাপি (Psychotherapy) বা মানসিক থেরাপী হচ্ছে কিছু কাউন্সেলিং বা কথা থেরাপী যার মূল লক্ষ হচ্ছে কোন মানসিক রোগীকে মানসিক সমস্যা থেকে মুক্ত করে সাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে সহায়তা করা এবং অভ্যস্ত করানো।

Psychotherapy
Here it should be remembered that if a person is to get used to a work, the work should be done repeatedly by that person

এখানে মনে রাখতে হবে যে একটি কাজে কোন ব্যাক্তিকে অভ্যস্ত করতে হলে ঐ ব্যাক্তিকে দ্বারা কাজটি বার বার করাতে হবে । HRTD Medical Institute+

If a person keeps doing a task with attention for a long time then that person gets used to the task.The problem with mental patients is that they don't want to pay attention to work, they don't pay attention, in many cases they can't pay attention.Therefore, if a mental patient is to be freed from his mental problems and brought back to a normal life and to get used to any work, he must try to attract his attention and do the good work again and again.

কোন ব্যাক্তি যদি একটি কাজ মনোযোগের সাথে দীর্ঘদিন যাবৎ করতে থাকে তাহলে ঐ ব্যাক্তি কাজটিতে অভ্যস্ত হয়ে যায় । মানসিক রোগীর ক্ষেত্রে সমস্যা হলো তারা কাজে মনোযোগ দিতে চায় না, দেয় না, অনেক ক্ষেত্রে মনোযোগ দিতে পারে না । তাই কোন মানসিক রোগীকে তার মানসিক সমস্যা থেকে মুক্ত করে সাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে এবং কোন কাজে অভ্যস্ত করতে হলে তার মনোযোগ আকর্ষন করার চেষ্টা করতে হবে এবং ভাল কাজটি বার বার করাতে হবে ।

Goal of Grief Counseling/শোক কাউন্সেলিং এর লক্ষ

Goal of Grief Counseling is a part of Psychotherapy.

The goal of grief counseling is to help the patient get back the lost person or thing or to help and get used to living a normal life without the lost person or thing.

শোক কাউন্সেলিং এর লক্ষ হচ্ছে রোগিকে হারানো ব্যাক্তি বা বস্তু ফিরে পেতে সহায়তা করা অথবা হারানো ব্যাক্তি বা বস্তু ছাড়াই সাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে সহায়তা করা এবং অভ্যস্ত করানো।

Psychotherapy for Psychological Trauma

Psychotherapy for Psychological Trauma. Mobile Phone Number 01797522136, 01987073965. Psychological trauma/mental trauma/psychiatric trauma/emotional damage or psycho trauma is an emotional reaction caused by severe traumatic events outside the normal range of human experience. People get traumatized for many reasons.

মনস্তাত্ত্বিক ট্রমা/মানসিক ট্রমা/ সাইকিয়াট্রিক ট্রমা/ ইমোশনাল ড্যামেজ বা সাইকোট্রমা হল একটি মানসিক প্রতিক্রিয়া যা মানুষের অভিজ্ঞতার স্বাভাবিক সীমার বাইরের গুরুতর যন্ত্রণাদায়ক ঘটনাগুলির কারণে ঘটে। মানুষ অনেক কারনেই মানসিক আঘাত পায়।

Emergency Psychotherapy

Emergency Psychotherapy. Mobile Phone Number 01797522136, 01987073965. Emergency Psychotherapy is required in many cases. For example, a person may have psychogenic shock after hearing the news of the death of a close relative, and another person may have psychogenic shock due to a large financial loss. Hear what happened at Hazrat Shahjalal International Airport. How Airport Magistrate Helped Save Psychogenic Shock Patient Who Missed Flight With Emergency Psychotherapy.

অনেক ক্ষেত্রে Emergency Psychotherapy প্রয়োজন হয় । বিশেষ করে Psychogenic Shock এর ক্ষেত্রে Emergency Psychotherapy প্রয়োজন হয় । যেমন কোন ব্যাক্তির Psychogenic Shock হতে পারে তার নিকটআত্নীয়ের মৃত্যু সংবাদ শুনে, আবার কোন ব্যাক্তির Psychogenic Shock হতে পারে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারনে । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটি শুনুন । বিমানবন্দরের মেজিস্ট্রেট কিভাবে Emergency Psychotherapy দিয়ে ফ্লাইট মিস করা Psychogenic Shock এর রোগীকে বাঁচিয়ে দিতে সহায়তা করলেন ।

Subjects of Psychotherapy

Counseling

Dialectical Behavior Therapy (DBT)

Couples Counseling

Depression Relief

Positive Psychology

Hypnosis

PTSD/Post Traumatic Stress Disorder

Existentialism

PTSD/ Post Traumatic Stress Disorder

PTSD/Post Traumatic Stress Disorder: Post-traumatic stress disorder (PTSD) is a mental illness caused by an extremely stressful or frightening event.This mental illness can be caused by being a part of or witnessing a very stressful or frightening event.Symptoms of this disorder include flashbacks, nightmares, severe anxiety and uncontrollable thoughts about events.

পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) হল একটি মানসিক রোগ যা একটি অত্যন্ত চাপযুক্ত বা ভয়ঙ্কর ঘটনার কারণে হয় । অত্যন্ত চাপযুক্ত বা ভয়ঙ্কর ঘটনার অংশ হওয়া বা এর সাক্ষী হওয়া থেকে এই মানসিক রোগটি হতে পারে। এই রোগের লক্ষণগুলি হচ্ছে ফ্ল্যাশব্যাক, দুঃস্বপ্ন, গুরুতর উদ্বেগ এবং ঘটনা সম্পর্কে অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা ইত্যাদি।

Courses of HRTD Medical Institute

Courses of HRTD Medical Institute. Mobile Phone Number 01797522136, 01987073965. Pharmacy Course, Paramedical, Diploma Medical Assistant, Diploma in Medicine & Surgery, Diploma in Paramedical, Diploma in Medicine & Diploma in Surgery, Nursing, Caregiver, Pathology, Dental, Physiotherapy, Post Diploma Training, etc. We are going to start a Psychotherapy Nursing Course and a Psychotherapy Diploma Course within a very short time.

Types of Psychotherapy

There are many types of Psychotherapy, also called talk therapy, from which mental health professionals draw their treatment practices. Different types of psychotherapies are often better suited for specific kinds of problems.

For example, some psychotherapies are designed mainly to treat disorders like depression or anxiety. In contrast, others focus more on helping people overcome problems with relationships or obstacles to greater life satisfaction. Some forms of psychotherapy are one-on-one with a therapist, while others are group-based or family-based. According to the American Psychological Association, those approaches fall into five broad categories.

Psychoanalytic or psychodynamic therapies

Psychoanalytic or psychodynamic therapies. The idea behind this kind of therapy is that unconscious issues and conflicts affect people’s lives. The therapist’s goal is to help the person bring those issues to a conscious level where they can be understood and dealt with. This may involve analyzing dreams or exploring a person’s personal history.

Behavioral Therapy

Behavioral therapy focuses on learning and behavior to change unhealthy behavioral patterns. Some therapists try to help patients learn new associations by using a system of reward and punishment to bring about certain behavioral changes. Another approach might involve a controlled series of exposures to a phobia trigger to desensitize a person to an unreasonable fear.

Cognitive Therapy

Cognitive therapy emphasizes a person’s thoughts. The idea is that dysfunctional thinking leads to dysfunctional emotions or behaviors. The goal is to help the person recognize unhealthy thinking patterns and to recognize and change inaccurate beliefs.

Group Therapy

Group therapy.  One or more behavioral providers lead a group of 5-15 patients a few hours per week. Groups are typically designed to help each other deal with a particular issue, including obesity, social anxiety, grief, chronic pain, or substance abuse.

Humanistic Therapy

Humanistic therapy is based on the idea that people are capable of making rational choices and developing their maximum potential. It is often client-centered, with the client being seen as the authority on what is going on inside.

Integrative or holistic therapy

Integrative or holistic therapy integrates multiple treatment approaches based on the client’s needs. For instance, cognitive behavioral therapy combines the two individual therapies and focuses on thought and behavior.

Qualities of Psychotherapy Provider/সাইকোথেরাপী দাতার গুনাবলী

The quality of those who will give psychotherapy should be like the story of the famous Arabic Rajini Kathok Sheherzadi.Attached is a video of the gist of the story:
যারা সাইকোথেরাপী দিবেন তাদের কোয়ালিটি হতে হবে বিখ্যাত আরব্য রজনীর গল্প এর গল্প কথোক শেহেরজাদী এর মত । গল্পটির সারমর্ম এর একটি ভিডিও সংযোজন করা হলঃ
King Shahria and King Shahjamal were two kings of two kingdoms. King Shahria asks the vizier to bring his younger brother to his kingdom.Then King Shahjamal will take a gift for his elder brother.While taking the party, King Shahjamal again came to the royal palace to receive gifts.Then Shahjamal saw his wife naked with an ugly-looking servant.

বাদশাহ শাহরিয়া এবং বাদশাহ শাহজামাল ছিলেন দুই রাজ্যের দুই বাদশাহ। বাদশাহ শাহরিয়া উজিরকে বলেন তার ছোট ভাইকে তার রাজ্যে আসার জন্য।বাদশাহ শাহজামাল ও বড় ভাইকে দেখার জন্য রাজি হন। তখন বাদশাহ শাহজামাল ভাবে বড় ভাইয়ের জন্য একটা উপহার নেবেন । দলবল নিয়ে যাওয়ার সময় বাদশাহ শাহজামাল আবার রাজপ্রসাদে উপহার নিতে আসলো । তখন শাহজামাল দেখেন তার স্ত্রী এক কুৎসিত চেহেরার কৃতদাসের সাথে উলঙ্গ হয়ে লিপ্ত আছে ।

Seeing this, King Shahria immediately killed two people with a sword and went to the elder brother. King Shahria was very happy to see the younger brother, but he saw that there was no smile on the younger brother's face.Then King Shahria organized a big hunt for the younger brother so that his mind would be good, but the younger brother would not go hunting, on the contrary, he forced his brother to go hunting, then King Shahria himself went hunting to keep the younger brother's mind.

এটা দেখে বাদশাহ শাহরিয়া সাথে সাথে তরবারি দিয়ে দুই জনকে হত্যা করে বড় ভাইয়ের কাছে চলে যান।বাদশাহ শাহরিয়া ছোট ভাইকে দেখে অনেক খুশি হন কিন্ত তিনি দেখেন ছোট ভাইয়ের মুখে কোন হাসি নাই। তখন বাদশাহ শাহরিয়া এক বিশাল আয়োজন করেন ছোট ভাইয়ের শিকারের জন্য যাতে মন ভালো হয় কিন্ত ছোট ভাই শিকারে যাবে না, উল্টো তার ভাইকে শিকারে যাওয়ার জন্য জোরাজরি করেন তখন বাদশাহ শাহরিয়া ছোট ভাইয়ের মন রাখার জন্য নিজেই শিকারে যান।

King Shahjamal was saddened by the departure of his elder brother, and when he opened the back window of the room, he was even more surprised.He saw his elder brother's wife in the front garden naked and engaged in sex with many servants. Then he felt better and thought that his elder brother was even more unfortunate than him.

বড় ভাই চলে যাওয়াতে বাদশাহ শাহজামালের আর মন খারাপ হলো তখন তিনি কক্ষে পেছনের জানালা খুললে তিনি আরও অবাক হলেন । দেখলেন সামনের বাগানে তারই বড় ভাইয়ের স্ত্রী অনেক কৃতদাসের সাথে উলঙ্গ হয়ে ব্যাভিহারে লিপ্ত হয়ে আছেন।তখনই তার মন ভালো হয়ে গেল ভাবল তার বড় ভাই তার থেকেও হতভাগা।

The next day, King Shahria returned from hunting and saw that King Shahjamal's mind had improved.When King Shahria asked about his recovery, King Shahjamal spoke of his own suffering and the garden of Andhramahal.But King Shahria loved his wife so much that he did not believe his brother.

পরের দিন বাদশাহ শাহরিয়া শিকার থেকে ফিরে এসে দেখেন বাদশাহ শাহজামালের মন ভালো হয়ে গেছে । তখন বাদশাহ শাহরিয়া তার মন ভালো হওয়ার কথা জানতে চাইলে বাদশাহ শাহজামাল তার নিজের কষ্টে কথা ও অন্ধরমহলের বাগানের কথা বলেন । কিন্ত বাদশাহ শাহরিয়া তার স্ত্রীকে খুব ভালোবাসতেন তাই তিনি তার ভাইয়ের কথা বিশ্বাস করলেন না।

Then Shahjamal said that we will go to Andhramahal in disguise. King Shahria also agreed and went to the garden of Andhramahal in disguise the next day. He saw that his wife was really engaged in adultery with many slaves.Then he came to the palace and called Uzi and announced that every day one virgin girl will marry and live. The next day he will be killed at sunrise so that no other girl can play tricks with him and on the day he does not get a virgin girl he will take the vizier's place.

তখন শাহজামাল বলে আমরা ছদ্মবেশে অন্ধরমহলে যাব বাদশাহ শাহরিয়াও রাজি হয়ে পরের দিন রাত্রে ছদ্মবেশে অন্ধরমহলের বাগানে গিয়ে দেখেন তার স্ত্রী সত্যিই অনেকগুলো কৃতদাসের সাথে ব্যাভিচারে লিপ্ত আছে সাথে সাথে তরোবারি বের করে স্ত্রীসহ সব কৃতদাসকে হত্যা করেন । তারপর প্রাসাদে এসে উজিকে ডেকে ঘোষনা দেন প্রতিদিন একটা করে কুমারী মেয়ে বিয়ে করে বাসর করবেন । পরের দিন সূর্য উঠার সাথে সাথে হত্যা করবেন যাতে আর কোন মেয়ে তার সাথে ছলচাতুরি না করতে পারে আর যেদিন কুমারী মেয়ে পাবে না ওই দিন উজিরের গদ্দান নেবেন।

This is how the Wazir killed King Shahriar every day after marrying him with a virgin girl. Many people of the kingdom left the kingdom in fear of seeing this strange form of the king who was kind, everyone considered him a god. When the virgin girl is not found, the Wazir goes home crying.

এভাবেই উজির প্রতিদিন কুমারী মেয়ের সাথে বাদশাহ শাহরিয়ারের বিয়ে দেন তার পরের দিন হত্যা করেন।যে বাদশাহ ছিলেন দয়ালু , সবাই তাকে ভগবান মনে করতেন তার এই বিভৎস রুপ দেখে ভয়ে রাজ্যের অনেক মানুষ রাজ্য ছেড়ে চলে গেছে। কুমারী মেয়েও পাওয়া যাচ্ছে না তখন উজির কান্না করতে করতে বাসায় চলেন।

Wazir's two daughters, elder daughter Sheherzadi and younger daughter Dunyazadi. Sheherzadi is very intelligent, she listens to her father and says that she will marry King Shahria. Wazir did not agree to anything. Then Sheherzadi said, "If I am a chaste daughter of a chaste mother, then something will happen to me." No other girls will live for me.

উজিরের দুই মেয়ে বড় মেয়ে শেহেরজাদী আর ছোট মেয়ে দুনিয়াজাদী।শেহেরজাদী অনেক বুদ্ধিমতী সে তার বাবার সব কথা শুনে বলে সে বাদশাহ শাহরিয়াকে বিয়ে করবে এ কথা শুনে উজির কিছুতেই রাজি হলেন না বললেন তখন শেহেরজাদী বলল আমি যদি সতী মায়ের সতী মেয়ে হয়ে থাকি তাহলে আমার কিছু হবে না আর আমার জন্য অন্য মেয়েরাও বেচে যাবে ।

Then the Wazir agreed and arranged the marriage. Sheherzadi told her younger sister all the events, her sister didn't agree when she explained everything and told her to come to the living room late at night to listen to stories.The marriage was arranged in Sheherzadi's house and King Shahria also entered the house. Late at night, her younger sister sneaks into the living room to listen to stories from Sheherzadi.

তখন উজির রাজি হলেন আর বিয়ের আয়োজনও করলেন। শেহেরজাদী তার ছোট বোনকে সব ঘটনা খুলে বললে তার বোন রাজি হলো না পরে যখন সব বুঝিয়ে বলল সে যেন বাসর ঘরে গভীর রাত্রে গল্প শোনার জন্য আসে। বিয়ের আয়োজন হলো শেহেরজাদী বাসর ঘরে ডুকলো বাদশাহ শাহরিয়াও বাসর ঘরে ডুকলো। গভীর রাত্রে তার ছোট বোন বাসর ঘরে ডুকলে শেহেরজাদীর কাছে গল্প শোনার জন্য।

The king did not agree at first, then Sheherzadi said that he will kill me in the morning, tell a story to my younger sister, then the king agreed.Basically the purpose of telling the story is to listen to the king. It was morning to tell the story but the story was not finished. The king liked his story. The king thought to himself, "Even if I don't kill you this morning, I will kill you tomorrow morning."

বাদশাহ প্রথমে রাজি হলেন না তখন শেহেরজাদী বলল সকালে আমাকেতো হত্যাই করবেন একটা গল্প আমার ছোট বোনকে শোনাই তখন বাদশাহ রাজি হলেন। মূলত গল্প বলার উদ্দেশ্য বাদশাহকে শোনানোর জন্য।গল্প বলতে বলতে সকাল হয়ে যায় কিন্ত গল্প শেষ হলো না তার গল্পটা বাদশাহর ভালো লেগেছে। বাদশাহ মনে মনে ভাবে আজ সকালে না হত্যা করলেও কাল সকালে হত্যা করব।

The next day, Dunyazadi came again to tell the story to Sheherzadi, the king did not agree again, then Sheherzadi said that he will kill me in the morning, I told a story, the king agreed again.This is how Sheherzadi used to tell stories to her younger sister every night and the king liked to listen to the stories every day. King Shahria can no longer kill Scheherazade.

পরের দিন আবার দুনিয়াজাদী আসে শেহেরজাদীর কাছে গল্প শোনার জন্য বাদশাহ আবারও রাজি হন না তখন শেহেরজাদী বলে আমাকেতো সকালে হত্যা করবেন একটা গল্প আমি বলি বাদশাহ এবারও রাজি হলেন । এভাবেই শেহেরজাদী প্রতিদিন রাত্রে তার ছোট বোনকে গল্প শোনায় আর বাদশাহও প্রতিদিন গল্প গুলো শুনতে শুনতে ভালো লেগে যায়। বাদশাহ শাহরিয়া আর শেহেরজাদীকে হত্যা করতে পারে না।

During these days, Sheherzadi was able to convince King Shahriar that not all women in the world are bad, and if one commits a crime, everyone should not be punished for that crime.

এতো দিনে শেহেরজাদী বাদশাহ শাহরিয়ারকে এটাই বুঝাতে সক্ষম হয়েছেন যে, দুনিয়াতে সব মহিলা খারাপ না, এবং একজন অপরাধ করলে সেই অপরাধের শাস্তি সবাইকে দেওয়া উচিৎ না।

HRTD Medical Institute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *